মো. সাইফুল ইসলাম, পেকুয়াঃ বর্তমান তরুণ প্রজন্মকে বই পড়তে উদ্বুদ্ধ করতে স্বেচ্ছাসেবী সংগঠন “প্রজন্ম উন্নতি মিশন ” এর উদ্যোগে পেকুয়ার মগনামায় যাত্রা শুরু করতে যাচ্ছে “উন্মুক্ত পাঠাগার ”
এই সংগঠনের আরও সামাজিক প্রকল্প থাকলেও উন্মুক্ত পাঠাগার কে সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যরা অন্যতম বিশেষ অর্জনের চোখে দেখছেন। তারা মনে করেন জ্ঞান অর্জনের জন্য পাঠাগারের কোন বিকল্প নেই। আগামী মগনামার ভবিষ্যৎ প্রজন্মের জ্ঞান অর্জনের পথকে আরও সুদৃঢ় এবং মজবুত করতে এই উদ্দ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন উপদেষ্টারা।
আগামী শুক্রবার (২৫ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার মগনামা ইউনিয়নের কাজির মার্কেটের গ্রামীণ ব্যাংকের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম চালু করার কথা জানিয়েছে “প্রজন্ম উন্নতি মিশন’র উপদেষ্টা পরিষদ।
প্রজন্ম উন্নতি মিশন’র আইন ও পরিকল্পনা উপদেষ্টা শরিফ নেওয়াজ( শিমু) বলেন, আমাদের কাছে যেসব বই স্টক থাকবে, তার তালিকা আমরা আমাদের পাঠাগারে থাকবে। পাঠকরা আমাদের কাছ থেকে সে বইগুলো বিনামূল্যে নির্দিষ্ট সময়ের জন্য নিতে পারবে। তাছাড়া আমরা স্কুল কলেজ পর্যায়ে ক্যাম্পেইন করবো যেখানে বই পড়তে উদ্বুদ্ধ করা হবে এবং কুইজ দেয়া হবে। উন্মুক্ত পাঠাগার যেমন বই পড়তে উদ্বুদ্ধ করতে সহযোগিতা করবে এবং তার পাশাপাশি মগনামায় ব্যতিক্রমী বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে।
শিক্ষা বিষয়ক উপদেষ্টা আব্দু রশিদ বলেন, বর্তমান তরুণ মোবাইলে আসক্ত, মোবাইলের আসক্তিটা কাটানোর জন্য বই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উন্মুক্ত পাঠাগার থেকে প্রতি বছরে সাধারণ জ্ঞানমূলক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
কৃষি ও স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সাংবাদিক মো. সাইফুল ইসলাম বলেন, উন্মুক্ত পাঠাগার শুরুর দিকে মগনামা ইউনিয়ন কেন্দ্রিক হলেও পরবর্তীতে এর পরিধি বাড়ানো হবে। তিনি আরো বলেন, বই হবে তরুণ প্রজন্মের পরম বন্ধু।
উল্লেখ্য যে- “প্রজন্ম উন্নতি মিশন” সংগঠনের স্লোগান- ‘আমরাই তরুন আমরাই উদ্যোমি’ কে সামনে রেখে সামাজিক ন্যায়বিচার সমবেত একটি পৃথিবীর স্বপ্ন, যেখানে মানুষ মর্যাদা ও নিরাপত্তা নিয়ে বাস করবে। সমাজের অনগ্রসর শ্রেণীকে বিশেষভাবে চরম দরিদ্র, নারী ও শিশু নির্যাতন দমন, গৃহহীন ও অনাথ শিশুদেরকে শিক্ষা, পুষ্টি ও আশ্রয় সরবরাহের মাধ্যমে তাদের জাতির জন্য সম্পদে পরিণত করা “প্রজন্ম উন্নতি মিশন’র প্রধান লক্ষ্য। একটি অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক উন্নয়নমুলক, সাংস্কৃতিক ও সেচ্ছায় মানব সেবার সংগঠন।
এই সংগঠন ১১ জন স্বপ্নবাজ উপদেষ্টা পরিষদ নিয়ে গঠিত ।
তাদের লক্ষ্য একটাই সমাজের যাবতীয় অসংগতি দূর করে তরূণদের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করা।
প্রজন্ম উন্নতি মিশন” এর উপদেষ্টাগণ হলেন, মো. শরিফ নেওয়াজ শিমু, মাহবুবুর রহমান, আব্দু রশিদ, রিয়াজ উদ্দিন, মহসিন খান, জমির উদ্দিন (আবিদ), আরফাতুল ইসলাম, রাজিব উল্লাহ, মাঈনুল ইসলাম, রবিউল আলম ও মো. সাইফুল ইসলাম নিয়ে গঠিত।
মগনামায় এই প্রথম অনলাইন ও অফলাইন ভিত্তিক বিনামূল্যে বই পাঠের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে এই সংগঠনটি।
উন্মুক্ত পাঠাগারকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন সংগঠনের উপদেষ্টারা।