কক্সবাজারের পেকুয়ায় চোরাই সিএনজিসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মৌলভী পাড়া ব্রীজ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল মুন্সিখিল এলাকার আমির হোসেনের ছেলে কায়সার হামিদ (৩০), কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি উত্তর রাজঘাট এলাকার আবু তাহেরের ছেলে মো. রুস্তম (২২) ও একই এলাকার আবদুল জলিলের ছেলে মোকতার হোসেন (৪০)।
পেকুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তাফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করে। এ সময় নম্বার বিহীন একটি সিএনজি গাড়ি উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নিয়ে ধৃত আসামিদের আদালাতে পাঠানো হয়েছে।