পেকুয়া প্রতিনিধি-
কক্সবাজারের পেকুয়ায় জমি দখলকে কেন্দ্র করে জান্নাতুল ফেরদৌস নামের এক নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার রাজাখালী নতুন ঘোনা ডোলা ফকির জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। আহত জান্নাতুল ফেরদৌস উপজেলার রাজাখালী ইউপির নতুন ঘোনা এলাকার মোস্তাক আহমদের মেয়ে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজাখালী মৌজার বি.এস ১৯৪৮ এবং বি.এস দাগ- ১৩২৮৩,১৩২৮৫ নং, ১৯৯৪ সালে ছালেহ আহমদ হতে ৫৩১৬ নং রেজিঃযুক্ত কবলা দলিল মূলে সৃজিত ৫৪শতক জমি ক্রয় করেন ফরিদা বেগম। সেই থেকে উক্ত জমি ভোগদখল করে চাষাবাদ করে আসছে৷ ঐ জমির বর্তমান বাজারদর বৃদ্ধি পাওয়ায় জবরদখল করতে মরিয়া হয়ে উঠে একই এলাকার মৃত ছিদ্দিক আহমেদের ছেলে হারুন রশীদ। তারা উক্ত জমি দখল করতে বিভিন্নভাবে পায়তারা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় উক্ত জমি জবরদখলের উদ্দেশ্যে মাটি কাটা শুরু করে হারুন রশীদ, আব্দু জাব্বর, তারেক জিয়া, মোঃ ফোরকান, রমিজ উদ্দিন, ছাদেক আলী, আব্দু রাজ্জাক, ফজল করিম, সাজেদা বেগমসহ ১৫/২০ জনের একটি সঙ্ঘবদ্ধ দল। খবর পেয়ে বৃদ্ধা ফরিদা বেগম মাটি কাটা বন্ধ করার চেষ্টা করলে তার উপর অতর্কিত হামলা শুরু হয়। বৃদ্ধা মাকে উদ্ধার করতে গেলে তার মেয়ে জান্নাতুল ফেরদৌসকে মারধর করে তার শরীরের কাপড় খুলে শ্লীলতাহানির চেষ্টা করে তারেক জিয়া ও তাদের সঙ্ঘবদ্ধ দল। পরে তাদের চিৎকার চেচামেচিতে স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাস্থল ত্যাগ করে তারেক জিয়াও সঙ্ঘবদ্ধ দল। এসময় স্থানীয়দের সহযোগিতায় আহত জান্নাতুল ফেরদৌসকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ভুক্তভোগী পরিবার।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তাফা বলেন, ঘটনার বিষয়টি মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে