বাহার উদ্দিন, পেকুয়াঃ কক্সবাজারের পেকুয়ায় লবণবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক (যুবক) পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কলেজ গেইট চৌমুহনী চৌরাস্তার মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি আব্দু ছালাম (৩২)। তিনি টইটং ইউনিয়নের বটতলী বকসু মোড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে। তিনি পেশায় মুদি দোকানি বলে জানা যায়।
জানা গেছে, আব্দু ছালাম চৌমুহনী মোড়ে রাস্তা পারাপারের সময় চট্টগ্রাম মুখী একটি লবণবোঝাই ট্রাক চাপা দেয়। এসময় তিনি ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে। চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকগাড়ি জব্দ করা হয়েছে।
নিহতের বড় ভাই নুরুল ইসলাম বলেন, আব্দু ছালাম দুপুরে দোকানের মালামাল ক্রয়ের জন্য পেকুয়া বাজারে যাচ্ছিল। চৌমুহনীতে রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় মারা যান।
তিনি আরো বলেন, প্রায় ১২ বছর আগে চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় তাঁর ডান পা হারান। দুর্ঘটনার পর স্ত্রীও তাকে ছেড়ে চলে যান। দুই সন্তান নিয়ে তিনি বাড়িতে থাকতেন। টইটং বাজারে ছোট্ট মুদির দোকান করে সংসার চালাতেন তিনি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, সড়ক দুর্টনায় একজন পথচারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাজনিত ট্রাক গাড়িটি জব্দ করা হয়েছে।