মো. সাইফুল ইসলাম, পেকুয়া- কক্সবাজারের পেকুয়ায় ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান দারুর রহমান হিফজ মাদ্রাসার উদ্যোগে ২য় তম বার্ষিক কিরাত মাহফিল ও দস্তারবন্দী ছাত্রদের সংবর্ধনার মাধ্যমে বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত উপজেলার মিয়াপাড়া এলাকার ফিরোজ আহমদ চৌধুরী সড়ক (মধু মাঝির ঘাটা) দারুর রহমান হিফজ মাদ্রাসা প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য বিদায় অনুষ্ঠানে হিফজ সমাপ্তকারী ২১ জন শিক্ষার্থীকে মাথায় পড়িয়ে দেওয়া হয় সম্মাননাসূচক পাগড়ি ও ১৩ জন ছাত্রকে দস্তারবন্দী দেওয়া হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে দারুর রহমান হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারী হাফেজ মাওলানা ওবাইদুল্লাহ’র সঞ্চালনায়, সভাপতিত্ব করেন মগনামা ইউনিয়ন কালার পাড়া এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও কালার পাড়া মসজিদ কমিটির কোষাধ্যক্ষ হাজী বদিউল আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুত তাকওয়া মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ইলিয়াছ।
সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বানিয়ারচর হামিউস সুন্নাহ মাদ্রাসা পরিচালক মাওলানা ক্বারী নুরুচ্ছুলতান। তিনি বলেন আজকের সমাজে যতসব অপকর্ম চলছে তার একমাত্র কারণ কোরআন শিক্ষার অভাব। ইহকাল ও পরকালে মুক্তির সনদ একমাত্র কোরআন শরীফ। এই প্রার্থীব জীবনে কোরআন কে আঁকড়ে ধরে সন্তানের ভবিষ্যতে গড়ে তুলতে কোরআন শিক্ষার বিকল্প নেই।
অনুষ্ঠানে ক্বিরাত পরিবেশন করেন, ফয়জিয়া তাজবিদুল কোরআন মাদ্রাসা হাটহাজারীর ক্বিরাত বিভাগীয় প্রধান ক্বারী মাওলানা ইছহাক, ছিববাড়ী বাইতুশ শরফ কমপ্লেক্স সাতকানিয়া এর ক্বিরাত বিভাগীয় প্রধান ক্বারী মাওলানা আতিকউল্লাহ মোবারক ও ক্বারী মাওলানা আব্বাস উদ্দিন চট্টগ্রাম। বখতিয়ার মাদ্রাসা আনোয়ারার ক্বিরাত বিভাগীয় প্রধান মাওলানা কারী আবু বকর।
এসময় আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া আশরাফুল উলুম ইসলামিয়া মাদ্রাসার বড় হুজুর মাওলানা হাশমত আলী ও ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ ব্যবসায়ী, রাজনীতিবিদ, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্টান শেষে দারুর রহমান হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারী হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ, আগত সকল মেহমান সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।