নিজস্ব প্রতিবেদক, পেকুয়া-
কক্সবাজারের পেকুয়া সদরের নন্দীরপাড়ার বাসিন্দা অসহায় ও দরিদ্র দিনমজুর সাহাব উদ্দিনকে পরিকল্পিতভাবে মিথ্যা ধর্ষণ মামলায় জড়ানোর প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে।
২২ মার্চ (শনিবার) বিকাল ৪ টার দিকে পেকুয়া চৌমুহনীস্থ প্রেস ক্লাবের সামনে নন্দীরপাড়া গ্রামের ২ শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা দিনমজুর সাহাব উদ্দিনকে নির্দোষ দাবী করে বলেন, তাকে মিথ্যা ও ষড়যন্ত্রমুলক, পরিকল্পিত ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এলাকাবাসীরা আরো জানান, পেকুয়া সদর ইউনিয়নের নন্দীর পাড়ার মোহাম্মদ হোছাইনের ছেলে সাহাব উদ্দিনকে ২০ মার্চ বিকাল ৪টার দিকে ইউপির সদর ৫নং ওয়ার্ডের মাতবর পাড়ায় মাটি কাটা অবস্থায় পেকুয়া থানার এস.আই মাসুক আটক করে থানায় নিয়ে যায়।
সাহাবউদ্দিনের মা সাজেদা বেগম বলেন, একটি সিএনজি চুরির বিষয়ে ফজল কাদের গং এর সাথে সাহাব উদ্দিন সহ কয়েকজন এলাকাবাসীর সাথে মারা মারি হয়েছিল। তখন থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় তারা শফি আলমের বউকে হাতে নিয়ে টাকা দাবী করে। দাবীকৃত টাকা না দিলে তার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। মেহেরনামা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাষ্টার নুরুল ইসলাম বলেন, এলাকার পরিবেশ নষ্ট করার জন্য একটি নষ্ট মহিলাকে ব্যবহার করে নিতান্ত একটি গরীব যুবককে জঘন্যতম মামলায় ফাঁসানো হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী সোচ্চার হয়ে আজ মানববন্ধনে মিলিত হয়েছে। আমি এলাকাবাসীর পক্ষ হয়ে অনতিবিলম্বে উক্ত মিথ্যা মামলা সুষ্ঠু তদন্ত করার জন্য পুলিশ প্রশাসনের নিকট দাবী জানাচ্ছি।
সমাজপতি লেদু মিয়া বলেন, দীর্ঘ বছর ধরে আমি সমাজের দায়িত্ব পালন করে আসছি। আমি কখনো সাহাব উদ্দিনের চরিত্রে খারাপ আচরণ দেখিনি। সামান্য কিছু টাকার লোভে একটি পরিবারকে সামাজিকভাবে মানক্ষুন্ন করে মিথ্যে ধর্ষণের অপবাদ দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমি এ জঘন্যতম ঘটনায় নিন্দা জানানোর ভাষা খোঁজে পাচ্ছি না। মানববন্ধনে সাহাব উদ্দিনের স্ত্রী, ভাই কাইছার, বোন কুলসুমা বেগম বক্তব্য রাখেন।
এ ব্যাপারে পেকুয়া থানার এস.আই মাসুক আহমেদ বলেন, গৃহবধূ সুরমার লিখিত অভিযোগ ও মেডিকেল রিপোর্টের ভিত্তিতে সাহাব উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। এ মামলা একমাত্র আসামী সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আবু ছালেক বলেন, আটক হওয়ার আগ পর্যন্ত ধর্ষণের বিষয়ে তিনিও কিছু জানেনা। তিনি প্রশাসনের কাছে সঠিক তদন্ত করে সুবিচার নিশ্চিত করার আহবান জানান।