মো. সাইফুল ইসলাম- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত কোরআনের হাফেজ এতিম শিক্ষার্থীদের মাঝে সামাজিক সংগঠন নামে খ্যাত “বারবাকিয়া মানবকল্যান ফাউন্ডেশনের” উদ্যোগে ঈদের নতুন জামা (জুব্বা) উপহার দেওয়া হয়।
শুক্রবার ১৪ মার্চ উপজেলার বারবাকিয়া ইউনিয়নের স্কুল মাট এলাকায় মেহেরুন্নিসা বাপের জামে মসজিদ মাঠে বিকেল পাঁচটায় পেকুয়া উপজেলার ১৭টি হেফজ খানার দুইশো জন এতিম হাফেজ শিক্ষার্থীদের মাঝে জুব্বা উপহার ও তাদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান নাছির উদ্দীনের সভাপতিত্বে সঞ্চালনা করেন সংগঠনের সদস্য আরিফুল কবির বিপ্লব, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পেকুয়া উপজেলা জামায়াতে আমীর মাষ্টার আবুল কালাম আজাদ।
এসময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসার প্রবীণ শিক্ষক মাওলানা হাসমত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুত তাকওয়া হেফজ খানার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ইলিয়াছ, ফরিদ উদ্দিন রুমী, মাওলানা আমিনুর রহমান, ডাক্তার মুসলিম উদ্দিন ও আবুল বাশার সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা অরাজনৈতিক সামাজিক সংগঠন বারবাকিয়া মানবকল্যান ফাউন্ডেশনের সদস্যদের উত্তরোত্তর সফলতা কামনা করেন।