পেকুয়া প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় ডেভেলপার কোম্পানি থেকে ক্রয়কৃত দোকান দখলের অভিযোগ তুলে এবং দোকানটি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন করেছে প্রবাসী আনছার উদ্দিন ও তার পরিবার। আনছার উদ্দিন উজানটিয়া ইউনিয়নের সুতাছুড়া এলাকার বাসিন্ধা।
স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আনছার উদ্দিন লিখিত বক্তব্যে বলেন,পেকুয়া বাজারের সা’মানস মার্কেটের মালিকের কাছ থেকে ২০১৫ সালে ২২লক্ষ টাকার বিনিময়ে ২টি দোকান ক্রয় করি। কেনার চুক্তিতে ১য় তলার ১৬ ও ৩১ নং দোকান আমি দখল বুঝে নিয় মালিক থেকে। দখল বুঝে নিয়ে আমি দুটি দোকানে ডেকোরেশনের কাজ সম্পন্ন করি। কিন্ত কিছুদিন পর দেখি আমার ১৬ নং দোকানটি শিবলি নামের একজন দখল করে নিয়েছে।
বিষয়টি নিয়ে আমি প্রতিবাদ করি এবং স্থানীয় শালিস বিচারের চেষ্টা করি। পরক্ষণে দেখি ওই শিবলি আজাদ পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাশেমের প্রভাব দেখিয়ে দোকানটি দখলে রেখেছে। আমি নিরুপায় হয়ে আবুল কাশেমের কাছে গেলে সে আমাকে দখল বুঝিয়ে দিবে বলে মোটা অংকের টাকা দাবি করে। আমি তখন আমার বন্ধুর কাছ থেকে ধার নিয়ে তাকে ২৫ হাজার টাকা দিয়। তার পরেও আমার দোকানটি আমি ফেরত পায়নি।
তিনি আরো বলেন, আমাকে আওয়ামীলীগের ক্ষমতা দেখিয়ে আমার অনেক কষ্টের টাকায় কেনা দোকানটি দখলে রেখেছে তারা। আমি চাই এখন আমার দোকানটি উদ্ধার হোক। আমার সারা জীবনের সম্বল দিয়ে এই দোকানগুলো কিনেছি। অথচ আজ সেই দোকান অন্যের দখলে।
সংবাদ সম্মেলনে প্রবাসী আনছারের স্ত্রী মুবিনা বেগম বলেন, আমার স্বামী দীর্ঘদিন প্রবাসে থেকে অনেক কষ্টের বিনিময়ে এই দোকান গুলো ক্রয় করেন, কিন্তু স্থানীয় আওয়ামীলীগ নেতার প্রভাব দেখিয়ে শিবলি আজাদ নামের এক ব্যক্তি আমাদের দোকানটি দখলে নিয়ে নেন। আমরা প্রশাসনের কাছে দখলমুক্ত করে আমাদের সম্পদ ফিরিয়ে দেয়ার জন্য অনুরোধ করছি।