রেজাউল করিম, পেকুয়াঃ কক্সবাজারের পেকুয়ায় ফোরকান হাসপাতাল কর্তৃক ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর ঘটনার সঠিক তথ্য নিশ্চিত করতে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বুধবার পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়।
এতে ডাক্তার শাহনাজ পারভীনকে সভাপতি এবং ডাঃ মোহাম্মদ জয়নুল আবেদীন, ডাঃ এস.এম.তৌহিদুল ইসলাম, এস.এস.এন. উম্মে বিলকিস ও মিড ওয়াইফ উম্মে সালমাকে সদস্য করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে আরও বলা হয়েছে, আগামী সাত কর্মদিবসের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর এ ঘটনার সঠিক তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করারও নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর পেকুয়া বাজারস্থ ফোরকান হাসপাতাল নামেক একটি বেসরকারি ক্লিনিকে ডাক্তার ও হাসপাতাল কতৃপক্ষের ভুল চিকিৎসায় এক নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠে। এ ঘটনায় গত মঙ্গলবার চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে ঐ হাসপাতালের চিকিৎসক উম্মে হাবিবা (২৮), ডাঃ গালিব (৪০), হাসপাতাল পরিচালক ফোরকান উদ্দিন (৩৭) এবং নার্স রীনা রাণী সুশীলসহ চার জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।