পেকুয়া প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ার টইটংয়ে সাম্প্রতিক সময়ে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে পানিবন্ধী হওয়া মানুষের পাশে দাড়ালেন জামায়াতে ইসলামী বাংলাদেশ পেকুয়া উপজেলা শাখা।
সোমবার (২৬ আগষ্ট) সকালে উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে টইটং ইউনিয়নের খাল কাঁচাপাড়া এলাকার পানিবন্ধী মানুষের পাশে ত্রাণ-সামগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন, জামায়াত ইসলামী পেকুয়া উপজেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক মাওলানা নুরুজ্জামান মন্জু,,কর্মপরিষদ সদস্য ডাঃ নুরুল কবির ও শ্রমিক কল্যাণের সেক্রেটারী মাওলানা হাসান শরীফ।
ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দরা বলেন, জামায়াত ইসলামী বাংলাদেশ যে কোন দূর্যোগে সাধারণ মানুষের পাশে দাড়ায়। ভবিষ্যতেও দূর্যোগময় মুহুর্তে ছুটে আসবে। বৈষম্যহীণ দেশ বিনির্মাণে জামায়াত ইসলামীর পতাকাতলে একতাবদ্ধ হওয়ার আহবান জানান দেশের আপামর জনসাধারণকে।
বক্তব্যে তারা আরো বলেন, সৎ, নির্মুহ ও ইসলামীক জ্ঞানসমৃদ্ধ লোকেরাই পারবে এদেশকে একটি শোষণহীন নিরাপদ আবাস ভূমিতে পরিণত করতে। যেখানে থাকবে না দল, মত, ধর্ম, বর্ণ ও গোত্রের ভেদাভেদ।