কক্সবাজারের পেকুয়ায় ভূমি প্রতিকার আইনের মামলায় পুলিশ তদন্তে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে টৈটং ইউপির ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জলিলের হামলার শিকার হয়েছেন বাদী বৃদ্ধ নরুল আবছার (৭৫)।
১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১ টার দিকে উপজেলার টৈটং ইউপির বটতলী স্কুল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত বাদী নুরুল আবছার একই এলাকার আয়ুব আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আদালতের জবরদখলের মামলার তদন্ত করতে যায়। পুলিশ চলে যাওয়ার পরবর্তীতে আসামীপক্ষ ইউপি সদস্য আব্দুল জলিল ও তার ছেলেরা বৃদ্ধ নুরুল আবছারের উপর হামলা করে।
আহত ভুক্তভোগী বৃদ্ধ নুরুল আবছার বলেন, আমার দীর্ঘবছরের বসতভিটা জবরদখল করে রেখেছে জলিল। ফ্যাসিবাদী আওয়ামীলীগের ক্ষমতা দেখিয়ে নানা মূখী হয়রানি করেছে সে। আওয়ামী সরকার পতনের পরও পাহাড়ে জলিলের নির্যাতন থেকে বাঁচা সম্ভব হচ্ছে না। আমার ভোগদখলীর বসতভিটা জবরদখল থেকে উদ্ধার করতে আদালতের কাছে আইনি আশ্রয় নিলে বিজ্ঞ আদালত আমলে নিয়ে পেকুয়া থানাকে তদন্ত ভার তুলে দেয়। পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে তদন্তে আসলে ক্ষিপ্ত হয়ে জলিল তার ছেলে শেফাত ও সাকিক সহ আমার উপর হামলা করে।
আমি তাদের নির্যাতন থেকে বাচার আকুতি ও তাদের শাস্তি দাবি করছি।
এবিষয়ে ইউপি সদস্য জলিলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সে বিষয়টি এড়িয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুর্জয় বড়ুয়া জানান, নুরুল আবছার আমাকে বিষয়টি অবহিত করেছে। কিন্তু কোন লিখিত অভিযোগ দেয়নি।