পেকুয়া প্রতিনিধি, পেকুয়াঃ প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ৪ নং বামুলাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, মৌলভী শফিকুর রহমান প্রকাশ শখির ছেলে মোঃ হোছেনের সাথে জায়গা জমি সংক্রান্ত বিষয়ে একই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দু ছবুরের সাথে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে বিকেলে মোঃ হোছেন তার নিজ বসতঘরে আগুন লাগিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শী ফরিদ উদ্দীন বলেন,পাশে মাছের ঘের থেকে হঠাৎ আগুন দেখে আমরা এগিয়ে এসে আগুন নিভাতে চাইলে মোঃ হোছেন বাধা দেয়, আমরা অবাক হয়ে গেলাম যার ঘর আগুনে পুড়ে যাচ্ছে সেই নিজেই আগুন নিভাতে বাধা দিচ্ছে। এরপরও আমরা আগুন নিভাতে চেষ্টা করি কিন্তু একদিকে নিভালে মোঃ অন্য দিকে আগুন লাগিয়ে দেয়। আবারো আগুন নিভাতে চাইলে আমাদের ধারালো দা নিয়ে মারতে আসলে আমরা আগুন নিভানো থেকে বিরত থাকি।
নুরুল ইসলামের স্ত্রী খালেদা বেগম বলেন, চিৎকার শুনে আমরা ছুটে এসে দেখি মোঃ হোছেন তার বসত ঘরে এক পাশে গ্যাসের চুলা ছেড়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়, আমরা আগুন নিভাতে চাইলে মোঃ হোসেন বাধা দেয়।
শওকতের স্ত্রী কমরু বলেন, জায়গা নিয়ে বিরোধের কারনে প্রতিপক্ষকে ফাঁসাতে ঘরে আগুন লাগিয়েছে।
এবিষয়ে আব্দু ছবুর বলেন, মোঃ হোছেনের সাথে আমাদের জায়গা জমি সংক্রান্ত বিরোধ রয়েছে, সে প্রায় সময় আমাদের নামে ৫ টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে, তারই ধারাবাহিকতায় আজ বিকেলে তার নিজ বসতঘরে আগুন লাগিয়ে দেয়। এলাকার মানুষদের আগুন নিভাতে বাধা। লোকজন আগুন নিভাতে চেষ্টা করলে সে আবার গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস ছেড়ে দিয়ে আবার আগুন ধরিয়ে দেয়। এলাকার শত শত মানুষ তার এমন কান্ড দেখে হতবাক হয়ে দেখেছে। মূলত মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর জন্য এমন কান্ড ঘটিয়েছে, আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এবিষয়ে মোঃ হোছেন বলেন, আব্দু ছবুর আমার জায়গা দখল করতে এসে আমাকে মারধর করে আমার বসতবাড়ীতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আমি তাদের শাস্তি দাবী জানাই।
এবিষয়ে পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।