পেকুয়া প্রতিনিধি- কক্সবাজারের পেকুয়ায় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীদের অতর্কিত হামলা ও প্রাবাসীকে মারধরের ঘটনা ঘটেছে। এ সময় প্রবাসী মোজাম্মেল (২৮) ও আয়েশা বেগম (৪৫) নামে ২ জন আহত হয়েছেন।আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুন ব্রীজ স্টেশনে এ ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে একই এলাকার জাকের হোসেনের ছেলে আক্তার হোসেন ফেসবুকে কুরুচিপূর্ণ মানহানিকর স্টাটাস ও বিভিন্ন ভাবে জানে মেরে পেলবে বলে হুমকি দিয়ে থাকে, পরে আয়েশা বেগম বাদী হয়ে পেকুয়া সেনা ক্যম্পে একটি অভিযোগ দায়ের করলে আক্তার হোসেন ও আক্তার হোসেনের বাবা জাকের হোসেন সেনা বাহিনীর কাছে স্টাম্পে মুসলেকা দিয়ে আসেন। এরপর কিছুদিন চুপ থাকলেও গত কয়েকদিন ধরে আবারো মোজাম্মেল ও তার ভাই শাহাদাত হোসেন আরিয়ান এবং মা আয়েশা বেগমের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মানহানিকর ফেসবুকে পোষ্ট দিতে থাকলে এক পর্যায়ে নতুন ব্রীজ স্টেশনে হঠাৎ প্রবাসী মোজাম্মেলের উপর হাতুড়ি ও চুরি দিয়ে হামলা করে শওকত ও তার মেয়ের জামায় আক্তার হোসেন।
ভুক্তভোগী আয়েশা বেগম জানান, প্রতিপক্ষরা আমার ছেলে মোজাম্মেল কে হত্যার উদ্দেশ্যে গতকাল রাত ৮টার দিকে শওকত ও তার মেয়ের জামাই আক্তর হোসেন হতুড়ি ও চুরি দিয়ে অতর্কিত হামলা চালায় এবং আমার ছেলের থেকে নগদ ৫০হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন নিয়ে পেলেন। পরে আমার ছেলের আহতের খবর পেয়ে আমি ঘটনাস্থলে গেলে আমাকে ও তারা আহত করেন। আমি প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল মোস্তফা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।