এম গোলাম রহমান, পেকুয়া– কক্সবাজারের পেকুয়ায় আর্ত-মানবতার সেবায় পেকুয়া উপজেলা প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজান ফুড প্যাক ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার ০১ মার্চ দুপুরের দিকে পেকুয়ার প্রাণকেন্দ্র চৌমুহনী ক্রেমলিন মার্কেটের দ্বিতীয় তলায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠিত ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে আমজাদ হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছাফওয়ানুল করিম।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট। এসময় তিন’শ পরিবারের মাঝে সাতশো টাকা মূল্যের রমজান ফুড প্যাক ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে পেকুয়া উপজেলা প্রবাসী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টা ইমাম শরিফ ইমু, যুগ্ম আহবায়ক রেজাউল করিম, যুগ্ন আহবায়ক ওয়াহিদুল ইসলাম, উপদেষ্টা বেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক আবদুল হালিম, যুগ্ন আহবায়ক রেজাউল করিম।
অন্যনাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী ঐক্য পরিষদের রাজাখালী প্রতিনিধি তৌহিদুল ইসলাম,
শিলখালী প্রতিনিধি তামজিদ হোসাইন,বারবাকিয়া প্রতিনিধি রেজাউল করিম ও সেচ্ছাসেবী সদস্যরা।