• রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০১:০৫ অপরাহ্ন

পেকুয়ায় প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের স্থায়ী কার্যালয় উদ্ধোধন

পেকুয়া প্রতিনিধিঃ / ১৫৬ Time View
Update : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

পেকুয়া প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় বামুলা পাড়া প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্ধোধন উপলক্ষে আলোচনার সভা ও গরিব ও অসুস্থ রোগীদের মাঝে আর্থিক ফান্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের বামুলাপাড়া স্টেশনে নবনির্মিত কার্যালয়ে প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে সাবেক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমাম হোছাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আলোচনা সভা ও কেক কেটে অফিস উদ্ধোধন করেন রাজাখালী ইয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার জাহেদ উল্লাহ।

বামুলাপাড়া পাড়া প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের পরিচালনা কমিটির হিসাব রক্ষক হারুন অর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাস্টার এল এম আসহাব উদ্দীন,পেকুয়া উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আসাদ উল্লাহ,অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কার্যালয়ের জমিদাতা হাজ্বী রহমত আলী, সাবেক ইউপি সদস্য আজম উদ্দীন, বামুলাপাড়া পাড়া প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের পরিচালনা কমিটির প্রবাসী বাংলাদেশ সদস্য মোহাম্মদ জয়নাল আবেদীন, পরিচালনা কমিটির সদস্য গিয়াস উদ্দীন খোকা, পরিচালনা কমিটির সদস্য আইয়ুব নবী সাগর। প্রবাস থেকে ভার্চুয়ালী যুক্ত ছিলেন বামুলাপাড়া প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা নুরুল আজম,উপদেষ্টা আবু মোস্তাফা রুকন,সহ অনেকেই।

এসময় বক্তারা কল্যাণ মূলক এ সংগঠন দীর্ঘস্থায়ী করার আহবান জানান। জুমার নামাজের পর অতিথিদের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এসময় প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বামুলাপাড়া প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা নুরুল আজম বলেন, প্রবাসী বাদশা ভাইয়ের লাশ বিদেশ থেকে দেশে আনার মধ্যদিয়ে বামুলাপাড়া প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের জন্ম হয়েছে। ক্যান্সার আক্রান্ত একজন ভাই ও সমুদ্রে বোট ডুবে মৃত্যুবরণ করা শ্রমিক ভাইয়ের পরিবারকে আর্থিক ফান্ড দেওয়া হয়েছে।
আমরা এই সংগঠনের মাধ্যমে গরিব, অসহায়, অসুস্থ ব্যক্তিদের কে সহযোগিতা করবো। বামুলাপাড়া প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ একটি অলাভজনক, অরাজনীতিক, মানবকল্যাণমূলক মানবিক সংগঠন। আমাদের কাজ মানবতার কল্যাণে এগিয়ে যাওয়া। সবার সহযোগিতা পেলে আমরা দুর্বার গতিতে এগিয়ে যাব ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd