মো. সাইফুল ইসলাম,
কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল এবং নবাগত সহকারী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকেল ৫ টায় বারবাকিয়াস্থ জেলি কমিউনিটি সেন্টারে সমিতির সভাপতি মোহাম্মদ মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বাবুল আখতার, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি সফওয়ানুল করিম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাফি,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম।
সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হকের সঞ্চলনায় অন্যন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন টইটং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম, বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী, গোঁয়াখালী সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন, শিলখালী সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, ফাঁশিয়াখালী সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু পারবিন, সুতাচুরা সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, উত্তর বারবাকিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাকা মোতাহারা বেগম, রাজাখালী সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাছ উদ্দিন আজাদ (বিসিএস নন ক্যাডার), বকশিয়া ঘোনা সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ উদ্দিন রেজা, ফাতেমা খাতুন সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদ মো. জাকের হোছাইন, জারুলবনিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, উত্তর পূর্ব সোনাইছড়ি সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুল করিম, ডা. মনিরুজ্জামান সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, মইয়াদিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, বটতলী সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাকা কামরুন্নাহার, জিসি সরকারি প্রথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ সুজাগীর, পূর্ব উজানটিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সাহাব উদ্দিন, সিরাজুল হক চৌধুরী সরকারি প্রথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ শাকেরসহ অর্ধশতাধিক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। শিক্ষকরা ছাত্রদের যে স্বপ্ন দেখায় ছাত্ররা সেই স্বপ্নের পথে ধাবিত হয়। তাই পেকুয়ার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য আপনাদেরকে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে। সমিতির মাধ্যমে শিক্ষকদের মানোন্নয়ন এবং গঠনমূলক কার্যক্রম পরিচালনা করার আহবান রাখেন।