পেকুয়া প্রতিনিধিঃ আশ্বিনের খরতাপে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের ক্লান্তি নিরসনের লক্ষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইলেক্ট্রনিক্স সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বারবাকিয়া মানব কল্যাণ সংস্থা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া মৌলভীবাজার ফারুকীয়া সিনিয়র মাদরাসার প্রায় ১৫ টি শ্রেণী কক্ষে উন্নমানের সিলিং ফ্যান বিতরণ করা হয়।
এসময় সংস্থা চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দীন,ভাইস চেয়ারম্যান আবু ছৈয়দ,মহা সচিব মোঃ আরিফুল কবির,মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিক উল্লাহ, উপাধ্যক্ষ মাওলানা মনোয়ার হোছাইন,আরবী প্রভাষক মাওলানা আমিনুর রহমান, ইবতেদায়ী বিভাগের প্রধান মাওলানা আবুল কালাম,আবু ছৈয়দ, কফিল উদ্দিন, আব্দুল মজিদ,তৌহিদুল আলম ইয়াচিন জাবেদ আব্দুর রহিম,শাহাব উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।