পেকুয়া প্রতিনিধি–
কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দুই ভাইয়ে বসতঘর পুড়ে গেছে। এতে স্বর্ণ, নগদ টাকা ও মূল্যবান মালামাল আসবাবপত্র পড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের অগ্নিকাণ্ডে মোঃ জাফর আলম ও তার ছোট ভাই নেছার উদ্দিনের প্রায় ৮ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা।
শনিবার (২ মার্চ)রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ৮ নং ওয়ার্ড নতুন পাড়া এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
জাফর আলম বলেন, বৈদ্যুতিক আগুনে আমার ও ছোট ভাইয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে। আগুনের লেলিহান শিখায় মুহুর্তের মধ্যেই বসতবাড়ি আসবাবপত্র সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সন্তানের ব্যবহারের জিনিসপত্র, স্বার্ণলঙ্কার ও নগদ টাকা পুড়ে গেছে। নগদ ৭০ হাজার মতো ফোঁড়া টাকা উদ্ধার করা হয়। আমি ও আমার ভাই প্রায় ৮ লক্ষাধিক টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
টইটং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও টৈটং ইউপির সাবেক এম ইউপি শাহাদাৎ হোছাইন বলেন, গত রাত প্রায় ৯ টার সময় নতুন পাড়া এলাকার আমার খুবই ঘনিষ্ঠ লোক জাফর আলম ও তার ছোট ভাই নেছার উদ্দিনের বাড়িতে আগুন লাগে খবর পেয়ে দ্রুত তার বাড়িতে গিয়ে এলাকার লোকজন নিয়ে অনেকক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু তাদের বাড়িতে থাকা নগদ টাকা ও আসবাবপত্র সব পুড়ে ছাই হশে গেছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে এমন ধারণা করা হয়েছে। আগুনের তীব্রতা ছিলো বেশি। ক্ষতিগ্রস্তরা অতীতারিদ্র পরিবার তাদের বেছে থাকার শেষ সম্বল বাড়িটা আজ বৈদ্যুতিক আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তাত্ক্ষণিক আমার ব্যক্তিগত ভাবে কিছু আর্থিক সহযোগিতা করেছি। এবং আমি আমার দলীয় নেতাদের সাথে আলাপ করে আরো কিছু তাদের সহযোগিতা আশ্বস্ত করি।
তিনি আরো বলেন, স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ আনে। এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন টইটং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও টইটং ইউনিয়ন যুবদলের সভাপিত আজমগীর ছিদ্দিক।