কক্সবাজারের পেকুয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিছিলে হামলার পরিকল্পনা কারী আওয়ামী লীগ নেতা রিপনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) দূর্জয় বিশ্বাসের নেতৃত্বে এএসআই রাজিব সঙ্গীয় ফোর্সসহ পুলিশের বিশেষ অভিযানে পেকুয়া চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুলতান মোহাম্মদ রিপন (৪০) মগনামা মহুরীপাড়া এলাকার মাহবুবুর রহমান চৌধুরী ছেলে ও মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, পুলিশের বিশেষ অভিযানে মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পেকুয়া থানায় একাধিক মামলা রয়েছে।
তিনি জানান, ধৃত আসামিকে আদালতে প্রেরণ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। জানা যায়, আওয়ামী লীগ নেতা রিপন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের মিছিলে হামলার পরিকল্পনা করে।