নিজস্ব প্রতিনিধি, পেকুয়া- পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুন ঘোনার জাহাঙ্গীর আলম গং এর বিরুদ্ধে আদালতে মূললেখা দেয়ার পরও মসজিদের সাইন বোর্ড লাগিয়ে এক ইউপি সদস্যের জমি জবর দখলের অভিযোগ ওঠেছে।
জানাযায়, গতকাল ৬ মার্চ সকাল১১ টার দিকে রাজাখালী নতুন ঘোনার স্থানীয় মেম্বার সাইফুল্লাহর ২৪২৩ নং দলিল মূলে মালিকানাধীন ১.৫ একর জমি স্থানীয় আবদুল মালেকর ছেলে জাহাঙ্গীর গং জবর দখল করতে গেলে বাধা দেয়ায় সাইফুল্লাহকে অবরুদ্ধ করে রাখে। সেনাবাহিনীর টহল টীম তাকে উদ্ধার করেন।
মেম্বার সাইফুল্লাহ বলেন, জাহাঙ্গীর, কালামিয়ার ছেলে, মাহমুদুল করিম, আকতার আহমদের ছেলে জাহাঙ্গীর, কালামিয়ার ছেলে কামাল হোছাইন, উকিল আহমদের ছেলে আবদুল খালেক,আবদুল হকের ছেলে, বেলাল, উকিল আহমদের ছেলে আবদুল হক,নুরুল হকের ছেলে, কবির হোছাইন সহ স্থানীয় ভূমিদস্যুরা দীর্ঘ দিন ধরে আমার ক্রয়কৃত জমি জবর করতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে, তাদের বিরুদ্ধে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ আইনে মামলা দায়ের করি। মামলা নং ৭১৮/২৪। এমামলা আদালতে মুসলেকা দিয়ে ভবিষ্যতে জমি প্রবেশ করবেনা বলেন। কিন্তু কোন কাগজপত্র না থাকা সত্বেও বর্তমানে স্থানীয় বায়তুল মামুর মসজিদের সাইন বোর্ড লাগিয়ে আমার জমি জবর করতে সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত রেখেছে।
এ ব্যাপরে জাহাঙ্গীরের সাথে যোগাযোগ করা হলে তিনি জমিগুলো মসজিদের দখলে ছিলো বলে জানান।