পেকুয়া প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় রাতের আঁধারে চলাচলের পথ আটকিয়ে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গত ১৬ অক্টোবর রাতে টৈটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
এঘটনার জের ধরে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ টার দিকে ধনিয়াকাটা বাজারে প্রতিবাদ করায় হামলার ঘটনা ঘটে।
হামলায় ধনিয়াকাটা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে নুরুল মোস্তাফা (৫৬) ছেলে ইমরান হোছাইন (২৮) আরমান (১৮) মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে
মো. হোছাইন, মো. জমির আহত হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত ইমরান হোছেন বলেন, রাতে আমার ভাই আরমানের গতিরোধ করে মোবাইল ফোন ছিনতাই করে একই এলাকার আনিছের ছেলে বাবু ও জিয়াউর রহমান। এ ঘটনায় আমরা সেনাবাহিনী বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে ক্ষিপ্ত হয়ে ধনিয়াকাটা এলাকার রুস্তম আলীর ছেলে আজম শরীফ, মৃত কালুর ছেলে নাজেম উদ্দিন,
শাহাব উদ্দিন, বেলাল উদ্দিন আব্দুল মতলবের ছেলে মিজানুর রহমান, ও বদি আলমের ছেলে আব্দু শুক্কুর অতর্কিত অবস্থায় হামলা চালিয়ে আজও আমাদের ব্যবহারের স্মার্টফোন ছিনিয়ে নিয়ে যায়। এতে আমরা গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে।
এঘটনায় ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান।
এবিষয়ে আজম শরীফের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাতের বেলায় মোবাইল ছিনতাইয়ের ঘটনা আমি শুনেছি কিন্তু রাতে আবার হামলাটা তারা পরিকল্পিত ভাবে করেছে। আমি মূলর দু-পক্ষকেই শান্ত রাখার চেষ্টা করি। কিন্তু তারা আমার উপর ও হামলা করে।