• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন

পেকুয়ায় রাস্তা সংষ্কার পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও উপহার সামগ্রী বিতরণ

পেকুয়া প্রতিনিধিঃ / ১৫৩ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

পেকুয়া প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় রাস্তা সংস্কারে অকুন্ঠ সমর্থন ও আর্থিকভাবে সহযোগিতা কারীদের প্রতি কৃতজ্ঞতা, আর্থিক উন্নতি, এলাকার সম্প্রীতি ও সু-স্বাস্থ্য কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে জারুলবনিয়া উচ্চ বিদ্যালয়ের মাটে শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া রাস্তা সংস্কার পরিষদ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ছৈয়দ হোছাইনের সভাপতিত্বে ও মোহাম্মদ আব্দুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি শিলখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য আহমদ শফি, পল্লী চিকিৎসক আব্দুল জব্বার, নুরুল হাকিম, এড রোকন উদ্দিন, শফিউল আলম সাওদাগর, মৌলানা আবুল আহমদ, সমাজ প্রতিনিধি গোলাম রহমান, নেজাম উদ্দিন,আল সেহরি ও মোঃ হেলাল উদ্দিন ।

এসময় বক্তারা বলেন, ভালো কাজের সমালোচনা থাকবে। এতে দঃখের কিছু নেই। সমালোচনার পিছু ছুটলে কাজের ব্যাঘাত হতে পারে। যারা সমাজের দায়বদ্ধতা থেকে নিজেকে জড়িয়ে ভালো কাজে নিয়োজিত করেছে তা সত্যি প্রশংসনীয়। এধরণের কাজে সবাই এগিয়ে আসার আহবান জানান।

আলোচনা সভা শেষে এলাকার মৃত মানুষ দাপনের জন্য বীনাশ্রমে যারা কবর খনন করে তাদের মাঝে বিশেষ উপহার সামগ্রী তুলে দেয়া হয়। এদিকে ঢালার মূখ থেকে চেপ্টামুড়া পর্যন্ত প্রবাহমান ছড়া সংষ্কার খুবই প্রয়োজন। যদি তা সংষ্কার করা না হলে প্রতি বর্ষার মৌসুমে জন যাতায়তের গুরুত্বপূর্ণ সড়কসহ গ্রমীন সড়ক গুলো আবারও তলিয়ে যাওয়ার সম্ভাবনা বিদ্যমান। অবিলম্বে প্রবাহমান ছড়া খননের মাধ্যমে সংষ্কার করে নাব্যতা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবী তুলে ধরেন।

উল্লেখ্য যে কয়েক দফা টানা ভারী বৃষ্টিপাতে শিলখালী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত ও মোবারেকা এভিনিউ সড়ক বিধ্বস্ত ও বিভিন্ন গ্রামীণ সড়ক তলিয়ে যায়। বিস্তৃর্ন জনপদের এসব সড়কের গুরুত্বপূর্ণ ২২টি ছোট বড় বিধ্বস্ত স্থানে রাস্তা সংষ্কারের উদ্যোগ নেয় সংষ্কার পরিষদ। দেশে বিদেশে অবস্থানরত সকলের আর্থিক সহায়তায় প্রায় ৪লাখ ২৮ হাজার টাকা ব্যায় করে সংষ্কার কাজ সম্পন্ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd