কক্সবাজারের পেকুয়ায় লবণ মাটে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
গত ৪ নভেম্বর (সোমবার) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের শরৎ ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নুরুল আবছার মগনামা বাজার পাড়া এলাকার মোজাফফর আহম্মদের পুত্র।
নুরুল আবছার জানান, দীর্ঘবছর ধরে মগনামা মৌজার ৬৬০ নং খতিয়ানের ১৫ শতক জায়গা ক্রয়সুত্রে ভোগদখল করে আসছে।
কিন্তু গত বছর ধরে ক্ষমতার প্রভাব কাটিয়ে আমাকে জমি থেকে দখল উচ্ছেদ করতে একটি প্রভাবশালী চক্র উঠে পড়ে লেগেছে। তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলাও চলমান রয়েছে।
গত সোমবার রাতে আমার লবণ মাটে পেকুয়া সদর সাবেক গুলদী টেকপাড়া এলাকার জুলফিকার আলির পুত্র শেখ আব্দুল্লাহ, রাজাখালী নতুন ঘোনা এলাকার নুরুল ইসলামের পুত্র করিম
করিম,কালু মিয়ার পুত্র আবু তালেব, বারবাকিয়া জালিয়াকাটা এলাকার আবু তাহেরের পুত্র
আমিনুর রশিদ, রাজাখালী পালাকাটা এলাকার আব্দুল মালেকের ছেলে ইমরান মাটি কাটতে লোকজন পাঠালে আমি বাধাসৃষ্টি করি। এসময় তারা আমাকে প্রাণনাশের হুমকি প্রদান করে।
এ অবস্থায় আমি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছি।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার পেকুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিজ্ঞ আদালতেও মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।