পেকুয়া প্রতিনিধি– কক্সবাজারের পেকুয়ায় ৪ লবণ মাটের শ্রমিককে মারধর করার অভিযোগ উঠেছে।
আজ দুপুর ১২ টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের সুতাচুড়া এলাকায় লবণ মাটে এ ঘটনা ঘটে।
হামলায় উজানটিয়া সুতাচুড়া ঠান্ডার পাড়া এলাকার মো. মোজাম্মেলের ছেলে মো.সেলিম (৩৫), হালিম (৩২),বাদশ মিয়ার ছেলে রায়হান (২০) ও পেকুয়ার চর এলাকার ওবায়দুল হকের ছেলে এনাম (৩৩) গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয়রা জানান পেকুয়া সদরের ছিরাদিয়া এলাকা থেকে হেলাল লবণ পরিমাপ করতে আসে। তারা পরিমাপের সময় পরিমাণের চেয়ে অতিরিক্ত লবণ মেপে নেওয়ার প্রতিবাদ করায় সংঘবদ্ধ হামলা চালায়। এসময় বেলাল, দুলাল, শহিদুল এসে পুনরায় কুপিয়ে শ্রমিকদের লবণ ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান।