নিজস্ব প্রতিনিধি, পেকুয়া! হত্যা মামলায় দুই মাস বার দিন কারাভোগের পর মুক্তি পেয়েছেন কক্সবাজারের পেকুয়ায় চাঞ্চল্যকর আরিফ হত্যাকান্ডে গ্রেফতার উপজেলার মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুস।
আজ ১৩ জানুয়ারী (সোমবার) বিকেলে কারামুক্তি পেয়ে মগনামা নিজ এলাকায় পৌছালে নেতা কর্মিরা থাকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এই সময় তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, আরিফ হত্যাকান্ডে আমার বিন্দুমাত্র সম্পৃক্ততা ছিলোনা।
গত বছরের (৩০ অক্টোবর) বুধবার চকরিয়া উপজেলার বরইতলী এলাকা থেকে আরিফ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিলো।
এর আগে ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টার দিকে পেকুয়া চৌমুহনী ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে থেকে অপহরণের শিকার হন পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফ। অপহরণের চৌদ্দ দিন পর ১১ অক্টোবর নিজ বাড়ির পুকুরের পাশে পরিত্যক্ত ডোবা থেকে তাঁর অর্ধগলিত বস্তাবন্দি লাশ উদ্ধার করে পেকুয়া থানা পুলিশ ও পেকুয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মিরা। মর্মান্তিক হত্যাকান্ডের শিকার আরিফ পেকুয়া সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়া এলাকার মৃত মাস্টার বজল আহমদের ছেলে।