পেকুয়া প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় দিনদুপুরে শ্রমিকদল নেতাকে মারধর করে ছিনতাই করে আওয়ামীলীগ নেতারা।
আজ বিকেল ৪ টার দিকে উপজেলার সদর ইউপির পূর্ব মেহেরনামা বাজ্ঞুজারা এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত মো.কামাল (৪৯) আলিয়া ঘোনা এলাকার নূর মোহাম্মদের ছেলে ও সদর ০৮ শ্রমিক দল পূর্ব জোনের সহ সভাপতি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত মো.কামাল বলেন, সে একজন ব্যবসায়ী। পেকুয়া সদর ছড়াপাড়া ষ্টেশনে তার চা'য়ের দোকান রয়েছে। সে প্রতিদিনের ন্যায় বাজ্ঞুজারা বাজারে পান আনতে গেলে স্থানীয় আওয়ামীলীগ নেতা
কফিল তার ভাগিনা রিফাত, আমির হোছেনের ছেলে শহীদ সহ অতর্কিত ভাবে এসে বিএনপির দালাল বলে বলে চিৎকার দিয়ে হামলা করে পকেটে থাকা নগদ ১৪,৯০০ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।
এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
ভুক্তভোগী পরিবার এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান।