পেকুয়া প্রতিনিধিঃ পেকুয়ায় সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। বিকেলে নাস্তা কিনতে গিয়ে রাস্তা পারাপারে টমটমের ধাক্কায় আহত হয় শিশুটি। স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পেকুয়ায় গরু বোঝাই দ্রুতগামী একটি ব্যাটারী চালিত (ইজিবাইক) টমটম তাকে ধাক্কা দেয়। ওই দূর্ঘটনায় প্রাণ গেল আব্দুল্লাহ আল মামুন (৭) নামের শিশুর।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় এবিসি আঞ্চলিক মহা সড়ক সংলগ্ন সিকদার পাড়ার আরাফাতের দোকানের সামনে মর্মান্তিক এঘটনা ঘটে। নিহত মামুন সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার দুবাই প্রবাসী আব্দুল মন্নানের ছেলে।
ইউপি সদস্য এম শাহনেওয়াজ আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। শিশু মামুনের মৃত্যুতে চলছে এলাকায় চলছে শোকের মাতম।