কক্সবাজারের পেকুয়া উপজেলার বৃহত্তর বাজার আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারের পশ্চিম পাশে সাউথইস্ট ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে।
১৯ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টার দিকে পেকুয়া বাজারে এই এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়।
ব্যাংকটির এসিস্ট্যান্ট অফিসার এডিসি মাঈন উদ্দিনের সঞ্চালনায় শিলখালীর পীর সাহেব মাওলানা সাবের আহমদের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন, সাউথইস্ট ব্যাংক চকরিয়া শাখার এসিস্ট্যান্ট এন্ড ব্রাঞ্চ ম্যানেজার অরুনাংশু বিকাশ সরকার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন বিএ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের উপজেলা আমীর মাষ্টার আবুল কালাম, বারবাকিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার ইউনুছ, পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহেদ ইকবাল প্রমুখ।
এতে আউটলেটটির পরিচালক মোহাম্মদ হোছাইনসহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন৷
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন বলেন, এই ব্যাংকটি অবশ্যই এই মুহুর্তে মানুষের জন্য ব্যাংকিং সেবায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। দেশের বর্তমান ব্যাংকিং খাতে এই ব্যাংকটি গ্রাহক সেবায় অনন্য ভুমিকা রাখবে বলে মনে করেন তিনি।
এদিকে আউটলেটটির পরিচালক মোহাম্মদ হোছাইন বলেন, আমার এই আউটলেট থেকে ব্যবসায়ীরা নির্ভয়ে টাকা জমাদান ও উত্তোলন করতে পারবে। সাউথইস্ট ব্যাংক দেশের এই মুহুর্তে মানুষকে অসাধারণ সেবা দিচ্ছে যা অন্যান্য ব্যাংক দিতে পারছেনা।