মো. সাইফুল ইসলাম, পেকুয়া!
কক্সবাজারের পেকুয়ায় সামাজিক সংগঠন ‘মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে’ এলাকার অসহায় হতদরিদ্রের মাঝে এক যুগান্তকারী পদক্ষেপের আয়োজন করা হয়েছে।
২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) ফাঁশিয়াখালী কামিল মাস্টার্স মাদ্রাসা প্রাঙ্গনে সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে মানব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নাছির উদ্দীনের সভাপতিত্বে সঞ্চালনা করেন আরিফুল কবির বিপ্লব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এইচ এম বদিউল আলম জিহাদি।
এসময় মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সেচ্ছাসেবীদের সার্বিক সহোযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বারবাকিয়া ইউনিয়নের মধ্যবিত্ত ও হতদরিদ্র সাড়ে তিন’শ পরিবারে দুই হাজার টাকা মূল্যের সাড়ে তিন’শ প্যাকেট ইফতার সামগ্রী উপহার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, সাবেক পেকুয়া উপজেলা জামায়াতে আমীর আবুল কালাম আযাদ, রাজাখালী এয়ারআলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ উল্লাহ, পেকুয়া আনোয়ারুল মাদ্রাসার শিক্ষক ফরিদ উদ্দিন রুমী, মাওলানা হাসান শরীফ চৌধুরী, মাওলানা আমিনুর রহমান, মাওলানা আলম গীর জালালী, সাবেক এমইউপি মোস্তাক আহমেদ,আবুল বাশার, ইন্জিনিয়ারি সাইফুল ইসলাম, মাওলানা ইয়াসিন আরফাত, জাহাঙ্গীর আলম, ডাঃ মোসলেম উদ্দিন সহ ভিবিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মানব কল্যাণ ফাউন্ডেশনের যুগান্তকারী এই সিদ্ধান্ত কে আমরা সাদুবাদ জানাই। গত এক বছর ধরে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ও দারুত তাকওয়া হিফজখানা প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ইলিয়াছের সার্বিক সহোযোগিতায় ভিবিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের ছাতা বিতরণ, হতদরিদ্র মেয়েদের বিবাহে আর্থিক সহায়তা প্রধান, মৌলভী বাজার দাখিল মাদ্রাসায় পনেরো টি সিলিং ফ্যান, ভারুয়াখালাী রব্বানী পাড়া সড়ক ও নোয়াখালী ব্রীজের পাশে রাস্তা মেরামত সহ অসংখ্য সামাজিক দ্বীনি কাজের অবদান রেখেছে।
সভা শেষে ফাউন্ডেশনের চেয়ারম্যান উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে সেচ্ছাসেবী সদস্যদের মঙ্গল কামনা করেন।