পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি- কক্সবাজারের পেকুয়ায় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি উজানটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে জামায়াত নেতার উপর হামলার অভিযোগ উঠেছে।
শনিবার (১৫ মার্চ) সন্ধ্যা ৬ টায় উপজেলার উজানটিয়া ইউপিস্থ গোদার পাড়া স্টেশন সংলগ্ন জামায়াত নেতা মিজানুর রহমানের মুদির দোকানে এ ঘটনা ঘটে।
হামলায় আহত মিজানুর রহমান (৪০) উজানটিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নূরীর পাড়া এলাকার মৃত ওমর আলীর ছেলে ও উজানটিয়া ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি।
আহত মিজানুর রহমান বলেন,সাবেক উপজেলা যুবলীগের সভাপতি শহিদ চেয়ারম্যানের নেতৃত্বে তার ভাতিজা ছাত্রলীগ নেতা কাফি,মার্শাল সহ বেশ কয়েকজন আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ভাংচুর চালায়, আমি তাদের বাঁধা দিলে আমাকে মারধর করে আহত করে। এসময় তারা আমার দোকানের নদগ টাকা সহ প্রায় সাড়ে ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তিনি আরও বলেন স্থানীয়রা আমাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। মূলত তিনি আমার উপরে আগেও এমন আচরণ করে ছিল ভিন্ন রাজনৈতিক মনোভাবের কারণে এবং রাজনৈতিক পটপরিবর্তন হওয়ার পরও আমাকে একা পেয়ে রাজাকার বলে গালাগালি করে কয়েকবার এজন্য আমার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে তারা এ ঘটনা ঘটিয়েছে।
ঘটনার বিষয়ে সাবেক উপজেলা যুবলীগের সভাপতি ও উজানটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, তুচ্ছ ঘটনাকে রাজনৈতিক ভাবে উপস্থাপন করে আমাকে ঘায়েল করা চেষ্টা করা হচ্ছে, আমি প্রশাসনের সুষ্ঠু তদন্ত কামনা করছি।
এবিষয়ে মিজানুর রহমান বাদী হয়ে শহিদুল ইসলাম চৌধুরীকে প্রধান করে ৬ জনের নাম উল্লেখ করে পেকুয়া থানায় এজাহার দায়ের করেন।
এবিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ঘটনার বিষয়ে অবগত হয়েছি, বাদীর লিখিত এজাহার পেয়েছি তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।