কক্সবাজারের পেকুয়ায় বসতভিটার সীমানা বেড়া ভেঙে বসতভিটা জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার ২ নভেম্বর সকাল ৯ টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের সোনালীবাজার ঠান্ডার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ঠান্ডার পাড়া এলাকার আবুল খায়েরের পুত্র কামাল হোছেন বলেন, একই এলাকার মৃত আব্দুল করিমের পুত্র হাসান তার দলবল নিয়ে আমার বসতভিটার সীমানা বেড়া ভেঙে দিয়ে আমার দখলে থাকা ২০ শতক খাস জমি জবরদখলের চেষ্টা করেন। হাসান অতর্কিতভাবে দলবল নিয়ে আমার দীর্ঘদিনের বসত ভিটা দখলের চেষ্টা করেছেন আমার লাগানো শতাধিক গাছ কেটে ফেলেছেন এবং বসত ভিটার গাছ ও জিনিসপত্র লুটপাট করেছেন। তিনি আরো বলেন, এই জায়গা সে পাবে বলে আদালতে মামলা করেছেন যা বর্তমানে চলমান তারপরেও সে আমার দখলে থাকা জায়গা জবরদখল করার পায়তারা করছেন।
কামাল হোছেনের স্ত্রী তসলিমা বেগম অভিযোগ করেছেন, হাছান আমার বসতভিটা দখলের পায়তারা করে আসছে নিয়মিত। সর্বশেষ সে আজ দলবল নিয়ে আমার বসতভিটা দখলের উদ্দেশ্যে গাছপালা কেটে ফেলেছে এবং প্রাণ নাশের হুমকি ধমকি দিচ্ছেন । তিনি এঘটনার বিচার দাবি করেন।
জানা য়ায়, এই জায়গাটি নিয়ে ২০১৮ থেকে বিজ্ঞ আদালতে মামলা চলমান আছে। তার পরেও হাছান পেশি শক্তি দেখিয়ে জবর দখল চেষ্টা অব্যাহত রেখেছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।