বাহার উদ্দিনঃ কক্সবাজারের পেকুয়ায় সরকারি বেসরকারি পর্যায়ের হস্তশিল্পজাত পণ্যের উৎপাদকের সাথে ক্রেতার সংযোগ স্হাপনমূলক এক কমশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে পেকুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এনজিও সংস্থা রিক আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী।
এসময় অন্যান্যদের মাঝে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আরিফ, বিশ্ব খাদ্য সংস্থার কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সাংবাদিক এফ এম সুমন, এনজিও সংস্থা রিক এর মার্কেট লিংকেজ অফিসার সুপ্তি ভক্তা, রিক এর মার্কেট লিংকেজ সুপারভাইজার সানজিদা আফরুজসহ সরকারি বেসরকারি ও স্থানীয় নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় স্থানীয় পর্যায়ে উৎপাদিত নানান হস্তশিল্প দেশের বর্তমান বাজারে ছড়িয়ে দেয়া এবং নারীদের হস্তও কুটির শিল্পে আগ্রহী করে তুলতে নানান আলোচনা করা হয়।
এসময় নারী উদ্যোক্তারা তাদেরকে সহজ শর্তে ঋণ প্রাপ্তি ও তাদের উৎপাদিত শিল্পের ন্যায্য মুল্য পেতে সরকারের সহযোগিতা কামনা করেন।