কক্সবাজারের পেকুয়ার “শাকিব এন্ড ইমরান এক্সপ্রেস” নামের সিএনজি চালিত অটোরিকশাটি আজ ভোরে চট্রগ্রাম আনোয়ার চাতুরী চৌমুহনী এলাকা থেকে চুরি হয়েছে।
চালক ও স্থানীয়দের ধারণা: চোররা গাড়িটি নিয়ে এখনো দূরে কোথাও যেতে পারছে মনে হয় না। সবাই চেষ্টা করলে চোর থেকে গাড়িটি উদ্ধার করা সম্ভব হবে।
চালক মো. বাদশা বলেন, আজ শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে মইজ্জার টেক থেকে পেকুয়া আসারা পথে চাতুরী চৌমুহনী এলাকায় এসে রাস্তার পাশে গাড়িটা দোকানে নাস্তা করছিলাম।
এসে দেখে আমার গাড়িটা ওই জাগায় আর নাই, কে বা কারা চুরি করে নিয়ে গেছে। কোন সুহৃদবান ব্যক্তি যদি আমার চুরি হওয়া গাড়ির সন্ধান পেয়ে থাকেন নিন্মে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা করছি।
গাড়ির নাম- “শাকিব এন্ড ইমরান এক্সপ্রেস”
গাড়ির চেসিস নং- PS32A1BA9RA104445
ইঞ্জিন নং-R11BRA04445
যোগাযোগ ফোন নং-
চালক-01864-897014 / 01811-840090
মালিক- 01824862075