• রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

পেকুয়া শিক্ষার্থী সংসদ” এর ২০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত

পেকুয়া প্রতিনিধিঃ / ১৫৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

পেকুয়া প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন পাবলিক,প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পেকুয়া শিক্ষার্থী সংসদের আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

পেকুয়া শিক্ষার্থী সংসদ একটি অরাজনৈতিক, শিক্ষার্থীবান্ধব, উন্নয়নমূলক ও সেবামূলক সংগঠন। উপজেলার অধ্যয়নরত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে স্নাতক পর্যায়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের উদ্যোগে সংগঠনটি সুগঠিত করার নিমিত্তে প্রাথমিক এ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতির মাধ্যমে ৬ জনকে আহবায়ক, ১০ জনকে যুগ্ম-আহবায়ক ও ৪ জনকে সদস্য সচিবসহ মোট ২০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এবং এই কমিটি আগামী (০৪) চার মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে উল্লেখ করা হয়।

উক্ত কমিটিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পেকুয়ার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন। কমিটিতে আহ্বায়ক তোফাজ্জল হোসেন আসিফ, জয়নাল আবেদিন ছোটন, ফরহাদ উদ্দিন ইফতিয়ার,গোলাম মুস্তফা, আ.জ.ম আবুল বয়ান, মো. আরকান।

যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম সাঈদ, মো. কাইছার, আব্দুল কাইয়্যুম মাহির, মো. শাওন, শেখ মোহাম্মদ, মো. কাশেম, মোহাম্মদ জিহাদ, তাইফুল ইসলাম তামিম, হারুনুর রশিদ, রুকন উদ্দীন। সদস্য সচিব হোছাইন মোহাম্মদ মানিক, শাফায়েত হোসেন, তাওসিফ শাহারিয়ার, আবিদুর রহমান।

পেকুয়া শিক্ষার্থী সংসদের উপদেষ্টা ইমরান হাসান শাহীন, মিশকাত কবির আজাদ, হাসিবুল হাসান দীনার, আবু সাঈদ, মোহাম্মদ জাহেদ।

দায়িত্বপ্রাপ্তরা জানান, আগামী (০৪) চার মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কাজ করে করবে। সেক্ষেত্রে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একটি প্লাটফর্মে এনে সকলের সাথে সমন্বয় রেখে সংগঠনটি এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd