কক্সবাজারের হ্নীলা এলাকার পান ব্যবসায়ী ওসমান গণি (৩৬)। পান ব্যবসার পাশাপাশি টেকনাফ থেকে পেটে করে ঢাকায় ইয়াবা নিয়ে আসতেন তিনি। প্রতি চালানে দুই হাজার পিস ইয়াবা এনে পেতেন ৩০ হাজার টাকা।
ওসমান গণিকে গ্রেপ্তারের পর মঙ্গলবার বিকালে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাজধানীর সূত্রাপুর থানার ৩৪ বিকে দাস রোড এলাকায় সোমবার (১৮ নভেম্বর) অভিযান চালানো হয়। অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ ওসমান গণিকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিএনসির এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতার ওসমান গণি হ্নীলায় পান ব্যবসার পাশাপাশি মাদককারবারি মিজানুর রহমানের সহযোগী হিসেবে কাজ করতো। প্রতি চালানে পেটে করে দুই হাজার পিস ইয়াবা ঢাকায় আনলে ৩০ হাজার টাকা পেতো। ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পসহ বিভিন্ন জায়গায় ইয়াবা পৌঁছে দিতো। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে।