• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মন্দিরের গাছের আম পাড়তে বাঁধা দেয়ায় ঘরে ঢুকে পেটালো বখাটেরা মান্দায় সংঘবদ্ধ ধর্ষণ, থানায় অভিযোগ’ এসিল্যান্ডের ড্রাইভারসহ গ্রেপ্তার ৪ পেকুয়ায় জামায়াতের শিক্ষা বৈঠকে রাষ্ট্র গঠনে ঐক্যের আহবান তানোরে প্রতিবন্ধীদের সাথে ইফতার ও ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বতরণ মগনামা ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল চকরিয়ায় পুলিশের উপর হামলাসহ একাধিক ডাকাতি মামলার আসামি লালু ও আহমদ ডাকাতসহ গ্রেপ্তার ৩ টেকনাফে অটোরিকশা থামিয়ে অপহরণ চেষ্টা, আটক ৩ পেকুয়ায় দিনমজুরকে মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন    চট্টগ্রাম দক্ষিণ জেলা জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের নতুন কমিটি, গাজী মনির সভাপতি করিম সম্পাদক চকরিয়া ব্লাড ডোনার’স সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

প্রভাব দেখিয়ে মানুষের জমি জবরদখল করে মার্কেট নির্মাণের অভিযোগ  পেকুয়ায় সাবেক এমপি জাফরের মার্কেট থেকে জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন !

নিজস্ব প্রতিবেদকঃ / ১৯৪ Time View
Update : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের পেকুয়ায় সাবেক এমপি জাফর আলম কর্তৃক অসহায় পরিবারের জমি জবর দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ তুলে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। বৃহস্পতিবার সকালে পেকুয়া বাজারস্থ নিউ মার্কেটের সামনে জমির মালিক দাবিদার  ওয়ারিশগণসহ অসংখ্য নারী পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।

এসময় তারা তাদের পৈত্রিক জায়গা ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাইম্যাখালী এলাকার মৃত ডাক্তার ছৈয়দ আহমদের পুত্র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তার কন্যা সেলিনা আকতার, মৃত মকবুল আহমেদের পুত্র হাফেজ নুরুল আলম, মৃত বরকত আলীর পুত্র আব্দুল হামিদ সিকদার, মৃত মৌলভী ফরোখ আহমদের পুত্র মো: হেলাল উদ্দিন, ফরোখ আহমদের স্ত্রী জাহানারা বেগম, তার কন্যা হাছিনা বকুল, মুন্নি ও খুকি। এসময় আরো বক্তব্য রাখেন, একই এলাকার  মৃত আব্দু রশীদের মেয়ে পুষ্পা আক্তার, মৃত বরকত আলীর ছেলে মুবিনুল হক, আজিজুল হক, কন্যা জুবাইদা খানম, মৃত হোসনে আরার কন্যা সওকত আরা পাখি, বদিউল আলম সওদাগরের ছেলে জাহাঙ্গীর আলম, নজির আহমদের ছেলে ফরিদুল আলমসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তব্যে মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, সাবেক এমপি জাফর আলম ও ডেভেলপার কোম্পানী সরওয়ার প্রভাব দেখিয়ে বহিরাগত ভূমিদস্যু ও স্থানীয় আওয়ামী সন্ত্রাসী দ্বারা আমাদের জায়গা জোর পুর্বক দখল করে মার্কেট নির্মাণ করেছেন। আমরা আমাদের জায়গা পুনরুদ্ধারের মাধ্যমে জায়গা গুলো ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
ভুক্তভোগী জাহাঙ্গীর আলম আরো বলেন, আমাদেরকে বিভিন্নভাবে মামলা দিয়ে হয়রানি সহ অসংখ্যবার হুমকি দিয়ে আসছিল এই সিন্ডিকেটটি। আমরা দ্রুত আমাদের জায়গা থেকে এই অবৈধ দখলদারকে সরানোর জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি।
মানববন্ধনে ফরোখ আহমদের পুত্র হেলাল উদ্দিন বলেন, আমাদের পৈত্রিক সুত্রে পাওয়া ও খরিদা সুত্রে পাওয়া ভোগদখলীয় ১৬ শতক জমিতে আমি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিলাম, কিন্ত ২০২১ সালে হঠাৎ করে আমি বিদেশ থাকাকালীন সাবেক এমপি জাফর তার প্রভাব দেখিয়ে আমাদের জমি দখল করে মার্কেট নির্মাণ করেন। তখন আমি বিদেশ থাকায় কোন প্রতিবাদ করতে পারিনি। দেশে এসে আমি আমাদের জমি উদ্ধারে অনেক চেষ্টা করেও এমপি জাফরের কারনে আমরা কোন বিচার পাইনি। আমি এখন জাফরের কবল থেকে আমাদের জায়গা ফেরত চাই। তিনি আরো বলেন, এ ব্যাপারে মার্কেটের বর্তমান মালিক সরওয়ার আমাকে একাধিকবার আশ্বাস দিয়েও কোন প্রতিকার মিলছে না। আমি আমাদের বৈধ নিষ্কণ্ঠক জায়গা ফেরত চাই। হেলাল উদ্দিন আরো বলেন, আমরা বর্তমান জবরদখল আইনে এই অবৈধ দখলদারের বিরুদ্ধে মামলা রুজুর প্রস্তুতি নিচ্ছি।
জমির ওয়ারিশ দাবিদার আব্দুল হামিদ বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি দখল করে মার্কেট তৈরী করে আমাদেরকে নিঃস্ব করেছে জাফর ও সরওয়ার সিন্ডিকেট। আমি এবিষয়ে প্রতিবাদ করায় আমাকে হেলাল হত্যা মামলার আসামী করে জেলে প্রেরণ করা হয়েছিল। এই ভয়ে আমাদের অন্যান্য ওয়ারিশগণ আর প্রতিবাদ করার সাহস পায়নি।
মানববন্ধনে আব্দু রশীদের কন্যা পুষ্পা বলেন, আমাদের বাপের জায়গায় জাফর আলম মার্কেট করে আমাদেরকে পথের ভিখারী করেছে। সে আজ আমাদের পথে বসিয়েছে। আমরা আমাদের জায়গা ফেরত না ফেলে আত্মহত্যা করা ছাড়া কোন উপায় থাকবেনা।
এসময় ভুক্তভোগীরা আরো বলেন, আমাদের জায়গার পাশে সরকারী ১নং খাস খতিয়ানের বিএস ৪৬৩২ দাগের একটি পানি নিষ্কাশনের খাল ছিল, যেটির উপর এখন মার্কেটি দাড়িয়ে আছে। যেটির কারনে আজ এখানকার ১০০ একর জমির চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। তারা আরো বলেন, পরিষদের প্রাচীন পুকুরের পাড়ের উপর অত্র মার্কেটের অফিস কক্ষটিও অবৈধভাবে দখল করে নির্মাণ করা হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ওয়ারিশগণের বক্তব্য মতে জানা যায়, বর্তমান এই নিউ মার্কেটটি পেকুয়া মৌজার ১ একর বিশ শতক জমির উপর নির্মাণ করা হয়েছে। যেখানে ভুক্তভোগীদের দাবি মতে,  বিএস রেকডীয় মালিক ফরোখ আহম্মদ ও ফরোখ আহমদের খরিদা জৈনক জাকের আহম্মদ হইতে ১৯৮৫ সনের ১৮৮ নং কবলা মুলে যার আরএস খতিয়ান নং ৬৩২, আরএস দাগ নং ১৭১৪ যার বিএস খতিয়ান নং ৭৯২ এর বিএস দাগ নং ৪৬৩১ এর ৮ শতক ও নিজ রেকর্ড মুলে ৮ শতকসহ মোট ১৬ শতক জমি ফরোখ আহমদের ওয়ারিশগণ পাবেন বলে দাবি করেন।
এদিকে একই বিএস রেকর্ড মুলে মালিক ডা: ছৈয়দ আহম্মদের খরিদা ও নিজ রেকর্ড মুলে প্রাপ্ত ১৬ শতক জমি দাবি করেন, বিএস রেকড মুলে মালিক রকিমা খাতুন ও ফাতেমা খাতুন, বরকত আলী ও নজীর আহম্মদ তাদের ওয়ারিশগণ ১৫ শতক জমি দাবি করেন, বিএস রেকর্ড মুলে মালিক সুলতান আহম্মদ তার মৃত্যুতে কামাল আহমদের ওয়ারিশগণ ৭ শতক জমি দাবি করেন। বিএস রেকর্ড মুলে মালিক রব্বত আলীর মৃত্যুতে তার ওয়ারিশগণ দাবি করেন ৯ শতক, বিএস রেকর্ড মুলে মালিক আছমত আলী তার মৃত্যুতে তার ওয়ারিশগণ ৪ শতক জমি দাবি করেন, বিএস রেকর্ড মুলে  মালিক আব্দুল জলিল তার মুত্যুতে ফরিদুল আলম গং ২ শতক জমি দাবি করেন। তারা সকলে মিলে মানববন্ধনে ওই মার্কেট থেকে বিএস খতিয়ান নং ৭৯২, ৯৭, বিএস দাগ নং ৪৬৩১ ও ৪৬৩৩ দাগ থেকে মোট ৬৯ শতক জমি পাবেন বলে দাবি করেন।
এ বিষয়ে নিউ মাকের্টের বর্তমান মালিক ও ডেভেলপার কোম্পানি সরওয়ার আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা জায়গা কিনে এই মার্কেট তৈরী করেছি। এখানে এতোদিন কেউ কিছু বলেনি। আমরা বিভিন্ন মালিক থেকে এখানে অনেক জমি কিনেছি কিন্ত বর্তমানে মার্কেট আছে ৮২ শতক জমিতে। আমাদের আরো অনেক জমি বেদখলে রয়েছে। আমরা কয়েকজন বন্ধু মিলে এখানে এই মার্কেটটি করেছি। তিনি আরো বলেন, তার পরেও কেউ যদি বৈধভাবে এখানে জায়গা পাবে দাবি করলে কাগজপত্র দেখে অবশ্যই একটা সমাধান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd