• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
তানোরে হিমাগারে ভাড়া দ্বীগুন বৃদ্ধির করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল রোটারি ক্লাব অফ আধুনিক চট্টগ্রামের শীতবস্ত্র বিতরণ বাগমারাতে জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত খাল পুণ্য খনন ও স্মরনীয় করতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত পটিয়ায় কলিমউদ্দিন এর উদ্যাগে খাজা মঈনুদ্দিন চিশতি (র:) ওরশ সম্পন্ন পটিয়ায় হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ নাইক্ষ্যংছড়ি সীমান্তের একটা উপজেলা বিবেচনা করে উন্নয়ন পরিকল্পনা করলে হবে না, সুজা উদ্দিন কর্ণফুলীতে বাবার সাথে ঘুরতে গিয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু  দ্য টাইমসের প্রতিবেদন: যুক্তরাজ্য সরকার মন্ত্রী হিসেবে টিউলিপের ‘বিকল্প বিবেচনা’ করছে কক্সবাজারে খুলনার সাবেক কাউন্সিলর হত্যার ঘটনায় মামলা বসুন্ধরার অনুষ্ঠানে গিয়ে সমালোচনার মুখে শফিক রেহমান

প্রেমের টা‌নে মা‌টিরাঙ্গায় পা‌কিস্তা‌নি তরুণ

মোঃ সাখাওয়াত হোসেন রিয়াদ চৌধুরী / ১৭ Time View
Update : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

 

মোঃ সাখাওয়াত হোসেন রিয়াদ চৌধুরীঃ ফেসবুকে পরিচয়ের পর প্রেম। আর সেই টানে পা‌কিস্তান থেকে বাংলা‌দে‌শের পার্বত‌্য জনপদ খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় এসেছেন আলীম উ‌দ্দিন না‌মে (২৮) এক তরুণ। তি‌নি পা‌কিস্তা‌নের লা‌হোর শহ‌রের মৃত জে‌মীল উ‌দ্দিনের ছে‌লে।

আলীম উ‌দ্দিন জানান, গত ৮ মাস আ‌গে বৃ‌ষ্টির সা‌থে সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম ফেসবু‌কে তার প‌রিচয়।‌ বৃ‌ষ্টির পু‌রো নাম তাহ‌মিনা আক্তার বৃ‌ষ্টি (২১)। সে খাগড়াছ‌ড়ি ক‌লে‌জের ব‌্যবসায় শাখার ৩য় ব‌র্ষের শিক্ষার্থী। মা‌টিরাঙ্গা উপ‌জেলার বেলছ‌ড়ি ইউ‌নিয়‌নের ১নং ওয়ার্ড উত্তরপাড়ার আবুল হো‌সে‌নে মে‌য়ে।

প্রেমিকার সা‌থে দেখা কর‌তে গত ১১‌ ডি‌সেম্বর পা‌কিস্তান হ‌তে চট্টগ্রা‌মে আ‌সেন আলীম। সেখা‌নে বেস্ট ও‌য়েস্টার্ণ চট্টগ্রাম হোটে‌লে প্রায় ৮‌ দিন অবস্থান ক‌রে ১৯ ডি‌সেম্বর খাগড়াছ‌ড়ি‌তে গি‌য়ে কোর্ট ম‌্যা‌রেজ ক‌রে আবার চট্টগ্রাম হো‌টেলে চলে যান। প‌রে ২২‌ ডি‌সেম্বর বেলছ‌ড়ি‌ বৃ‌ষ্টির পিত্রাল‌য়ে এলাকার গণ্যমান‌্যদের উপ‌স্থি‌তি‌তে পুনরায় বিয়ে পড়া‌নো হ‌য়ে‌ছে ব‌লে জানান মেয়ের বাবা আবুল হো‌সেন।

এ‌দি‌কে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।

বর্তমা‌নে ছে‌লে মে‌য়ের বা‌ড়ি‌তে আ‌ছেন এবং মে‌য়ের পার্সপোর্ট-ভিসার কাজ সম্পূণ হলে তা‌কে নি‌য়ে দে‌শে ফির‌বেন ব‌লে জানান প্রেমিক আলীম।

মে‌য়ের সা‌থে কথা বলতে মে‌য়ে বাবা অস্বীকৃ‌তি জানা‌লে মে‌য়ের বক্তব‌্য নেয়া সম্ভব হয়‌নি।

স্থানীয় আ‌নোয়ার হো‌সেন জানান, বি‌শেষ সূ‌ত্রে জানতে পে‌রে‌ছেন ২২‌ ডি‌সেম্বর পা‌কিস্তানি এক ছে‌লে সা‌থে আবুল হো‌সেনের মে‌য়ের বি‌য়ে হ‌য়ে‌ছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপ‌স্থিত থাক‌লে সে সময় উপ‌স্থিত ছি‌লেন না তি‌নি।

‌ছেলে পা‌কিস্তা‌নি হ‌লেও স‌ন্তোষ প্রকাশ ক‌রে মে‌য়ের পিতা আবুল হো‌সেন বলেন, প্রথ‌মে আমরা সম্পর্ক মেনে নি‌তে চাই‌নি। যে‌হেতু তারা উভয় প্রাপ্ত বয়ষ্ক এবং বি‌য়ে হ‌য়ে গে‌ছে তাই মে‌নে নি‌য়ে‌ছি। কোন অনুষ্ঠান না হওয়ায় বি‌য়ের কোন কাগজপত্র ও ছ‌বি নেই বলে জানান তি‌নি।

বিষয়‌টি অবগত আ‌ছেন জা‌নি‌য়ে মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ মো. তৌ‌ফিকুল ইসলাম বিষয়‌টি খ‌তি‌য়ে দেখছেন। রাষ্ট্রীয় বি‌ধি মোতা‌বেক পরবর্তী ব‌্যাবস্থা গ্রহণ করা হ‌বে ব‌লে জানান তি‌নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd