• রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

ফজলে করিমের ফ্ল্যাট-বাড়িতে যৌথবাহিনীর অভিযান

চট্টগ্রাম প্রতিনিধিঃ / ১৬৫ Time View
Update : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর গ্রামের বাড়ি রাউজানের গহিরা এবং নগরের খুলশীর আভিজাত ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়েছে যৌথবাহিনীর সদস্যরা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরের খুলশী আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের ইমপেরিয়াল হিলের অধ্যাপক ব্যারেজ নামক ভবনের ফ্ল্যাটে অভিযান চালানো হয়।

এর আগে গতরাত ৪ টার দিকে রাউজান উপজেলার গহিরা পৌরসভায় তার পৈতৃক বাড়িতেও অভিযান চালান বিশেষ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ ব্যাপারে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান বলেন, ‘অভিযান পরিচালনা করার জন্য যৌথবাহিনীকে খুলশী থানা পুলিশের দল সহযোগিতা করেছে। অভিযানে কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি।’

রাউজানের স্থানীয় এক গণমাধ্যমকর্মী জানান, ‘মঙ্গলবার দিবাগত ভোররাতে হঠাৎ করে কয়েক গাড়ি পুলিশ ও সেনাবাহিনী ফজলে করিমের বাড়িতে আসে। এরপর তারা ওই বাড়িতে কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়ে চলে যায়। সেখান থেকে অস্ত্রশস্ত্র ও টাকা উদ্ধার করা হয়েছে বলে শুনেছি। তবে কেউ বিষয়টি নিশ্চিত করেনি বা স্বীকার করেনি।’

একই বিষয়ে জানতে চাইলে রাউজান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমা বলেন, ‘এ ধরনের কোন খবর আমার কাছে আসেনি। রাতে কোন অভিযান পরিচালনা করেছে কিনা জানি না।’

প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর সকালে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে গ্রেপ্তার হন রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী।

গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে হেলিকাপ্টারে করে চট্টগ্রামে আনা হয়। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এ সময় তাঁর ফাঁসির দাবিতে লোকজনকে আদালত প্রাঙ্গণে স্লোগান দিতে দেখা গেছে। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে শিক্ষার্থী হত্যা, ছাত্রদল নেতা নুরুল আলম নুরু হত্যাসহ ১০টি মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর বিরুদ্ধে এসব মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd