দাগনভূঁইয়া উপজেলার পশ্চিম জয় নারায়ণপুর তালিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ফেনী লিও ক্লাবের আয়োজনে মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় আনন্দগণ একটি দিন অতিবাহিত হয়।
উক্ত প্রোগ্রামে শিশুরা স্বানন্দে বিস্কুট দৌড়, মার্বেল দৌড়, ক্রিকেট, সুন্দর হাতের লেখা ও কুরআন তেলাওয়াত প্রতিযোগীতায় উৎসাহের সহিত অংশগ্রহণ করে।
ফেনী লিও ক্লাবের এই ব্যতিক্রম আয়োজনে উৎফুল্ল হন মাদ্রাসা শিক্ষার্থী ও শিক্ষকসহ অন্যান্যরা অতিথিরা।লিওদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় প্রোগ্রামগুলো প্রাণবন্তভাবে বাস্তবায়িত হয়।
প্রেসিডেন্ট লিও ইউসুফ আহমেদ নিশাদ এর সভাপতিত্বে ও লিও ওমর ফারুক রিয়াজ এর সঞ্চালনায় উক্ত প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী লিও ক্লাবে’র ডিরেক্টর ও লিও জেলা ৩১৫ বি২ বাংলাদেশ এর জেলা সহ-সভাপতি লিও মুরাদ হাসনাত রাফি, পশ্চিম জয়নারায়ণপুর তা’লীমুল কুরআন নূরানী হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানার সম্মানিত প্রধান শিক্ষক মাওলানা তামজিদ হাসান, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য জনাব সাইফ উদ্দিন আহমেদ জুয়েল সহ অত্র মাদ্রাসার সহকারী শিক্ষকবৃন্দ।
এছাড়াও লিওদের মাঝে উপস্থিত ছিলেন ফেনী লিও ক্লাবের ট্রেজারার লিও মাহদী হাসান, জয়েন্ট সেক্রেটারি লিও নাহিদুল ইসলাম, জয়েন্ট ট্রেজারার লিও সাজ্জাদ হোসেন নোবেল সহ অন্যান্য লিওবৃন্দ।
উক্ত প্রোগ্রাম এর প্রোগ্রাম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন লিও ওমর ফারুক রিয়াজ ।
প্রোগ্রাম শেষে উপস্থিত প্রতিযোগিদের নিয়ে ক্লাবের নেতৃবৃন্দ দুপুরের খাবার গ্রহণ করেন এবং প্রতিযোগিদের সম্মাননা পুরস্কার প্রদান করেন।