চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত এবং গুরুতর আহত হয়েছেন আরও ৪ যাত্রী। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে ১টায় পিএবি সড়কের বৈলগাঁও বাইন্যার দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম ওয়াসিফ (১৭)। সে কক্সবাজারের মহেশখালীর হোয়ানক এলাকার নুরুল ইসলামের ছেলে। তবে নিহত শিশুর নাম-পরিচয় জানা যায় নি।
জানা গেছে, সিএনজি অটোরিকশার যাত্রীরা চট্টগ্রাম থেকে চকরিয়া ও মহেশখালীতে নিজ বাড়িতে যাচ্ছিলেন। দুপুরে বৈলগাঁও বাইন্যার দীঘিরপাড় এলাকায় একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে।
সাধনপুরের বৈলগাঁও এলাকার ইউপি সদস্য মশিউল আলম বলেন, দুর্ঘটনার পর থেকে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়েছে। একজন কিশোর ঘটনাস্থলে মারা গেছে। এছাড়া একটি শিশু সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
সিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জামিউল হাসান জানান, হাসপাতালে আনা এক শিশু মারা গেছে। আহতদের চট্টগ্রামে রেফার করা হচ্ছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। – চট্টগ্রাম খবর