প্রেস বিজ্ঞপ্তিঃ ‘বাংলার মাটি’ ইসলামি সঙ্গীতের এক অনন্য প্রতিষ্ঠান। কুরআন তেলাওয়াত, হামদ, নাত, ইসলামি সঙ্গীত ও দেশাত্মবোধক গাণের পরিবেশনায় ইতিমধ্যে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সুস্থ ও ইসলামি সংস্কৃতির বিকাশে বাংলার মাটি সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সে ধারাবাহিকতায় আগামী ০১ নভেম্বর ২৪ প্রশিক্ষণ কর্মশালা শুরু হতে যাচ্ছে।
“অপসংস্কৃতি প্রতিরোধে এসো হাতে রাখি হাত, সুস্থ সংস্কৃতির বিনির্মানে বাংলার মাটি জিন্দাবাদ” স্লোগানে শিশু-কিশোর ও যুবকদের জন্য এ কর্মশালায় যে সব আয়োজন থাকবে। তাহলো->> সহিহ কুরআন শিক্ষা;>> হামদ বারি, না’তে রাসুল ও ইসলামি সঙ্গীত;>> আবৃত্তি>> উপস্থাপনা ও>> শিক্ষনীয় অভিনয়।
বাংলার মাটি তত্ত্বাবধানে এ কর্মশালায় ১লা নভেম্বর ভর্তি কার্যক্রম শুরু হয়ে চলবে সারা বছর। বাংলার মাটি’র প্রধান পরিচালক মওলানা জিয়া উদ্দিন আল আজাদ এর সার্বিক তত্ত্বাবধানে আগামী ০১ নভেম্বর খ্যাতিমান সংগীতশিল্পী মওলানা আব্দুল আজিজ ফয়সাল এ কর্মশালার উদ্বোধন করবেন।
প্রশিক্ষণ প্রদানে থাকবে বাংলার মাটির জনপ্রিয় এক ঝাঁক শিল্পী, আবৃত্তিকার, উপস্থাপক ও অভিনয়শিল্পী। তাদের অন্যতম হলো- সাড়াজাগানো সংগীতশিল্পী, চেতনার শিল্পী- জিয়া উদ্দিন আল আজাদ, বিশিষ্ট গীতিকার ও সুরকার- মুফতি আব্দুল হান্নান জুলফিকার, আবৃত্তি শিল্পী, উপস্থাপক ও বিশিষ্ট লেখক- ইউনুস আহমেদ ” সহ অন্যান্যরা।
“বাংলার মাটি”-এর প্রশিক্ষণ কর্মশালায় ভর্তিসহ বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন। প্রধান কার্যালয়- শাহমিরপুর, কর্ণফুলী, চট্টগ্রাম। 01811-808056, 01866-491384, 01852-428179
উল্লেখ্য যে, “বাংলার মাটি” এ প্রশিক্ষণ কর্মশালার ক্লাস প্রতি শুক্রবার সকাল ৮টায় শুরু হবে।