আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি বান্দরবানঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী মডেল সতন্ত্র এবতেদায়ী ও নূরানী মাদ্রাসায় সংবর্ধিত হলেন সৌদি প্রবাসী বিশিষ্ট দানবীর আলহাজ্ব সামশুল আলম।
৩১ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২টায় মডেল মাদ্রাসার হলরুমে মডেল সতন্ত্র নূরানী ও এবতেদায়ী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি সাংবাদিক আবদুর রশিদের সভাপতিত্বে মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা আহসান হাবিবের পরিচালনায় মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে সৌদি প্রবাসী আলহাজ্ব সামশুল আলম কে প্রথমে ফল দিয়ে বরণ করা হয় এবং সংবর্ধনা স্মারক ক্রেষ্ট
প্রদান করা হয়।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাইশারী ইউনিয়ন শাখার আমির মোঃ ইলিয়াস সওদাগর, বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল হাকিম, নাইক্ষ্যংছড়ি সরকারি এই সমন্বয়ে পরিষদের সভাপতি মোঃ আবুল কালাম, বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ জসিম উদ্দিন, নাইক্ষ্যংছড়ি উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ছব্বির আহমেদ কোম্পানি, ৮নং বিএনপির সাবেক সভাপতি জালাল আহমেদ, মাদ্রাসা শিক্ষক মাওলানা ছৈয়দ নুর, হামিদুল হক প্রমূখ।
এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আবদুর রশিদ বলেন এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকে সৌদি প্রবাসী শামশুল আলম ভাই ধারাবাহিক সার্বিক সহযোগিতা করে আসছেন তাই মাদ্রাসা পরিচালনা কমিটি তাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে আগামী ১৫,১৬ নভেম্বর শুক্রবার ও শনিবার মাদ্রাসার বার্ষিক সভা ও তাফসীরুল কোরআন মাহফিলের দিন ধার্য্য করেন।