চট্টগ্রামের বোয়ালখালীতে লিজা আকতার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবি— লিজার হাত এবং পা বাঁধা ছিল। তাই এটা ‘আত্মহত্যা’ হতে পারে না।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে শাকপুরা ইউনিয়নের চরখিজিরপুর ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লিজা আকতার একই ওয়ার্ডের বহর তালুকদার বাড়ির মো. ইউনুসের মেয়ে। তাঁর শ্বশুর বাড়িও একই ওয়ার্ডে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিকভাবে দুই বছর আগে একই ওয়ার্ডের মোহাম্মদ মুন্নার সঙ্গে লিজা আকতারের বিয়ে হয়। বিয়ের কয়েকমাস পরেই লিজার স্বামী বিদেশ (দুবাই) চলে যায়। এরমধ্যে কখনো শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে তাঁর (লিজা) কোনো ঝামেলার কথাও শোনা যায়নি। তবে হঠাৎ রুমের মধ্যে গলায় রশি প্যাঁচিয়ে আত্মহত্যা করার বিষয়টি ‘সন্দেহজনক’।
মৃত গৃহবধূর ফুফাতো ভাই মো. মাসুদ আলম সিভয়েস২৪’কে বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে খবর আসে আমার মামাতো বোন আত্মহত্যা করেছেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তাঁর হাত এবং পা বাঁধা ছিল। আমরা এখন থানায় এসেছি। পুলিশ মৃত্যুর ঘটনাটি তদন্তের মাধ্যমে এটি আত্মহত্যা নাকি হত্যা আসল রহস্য বের করুক।’
লিজা আকতারের বাবা মো. ইউনুস সিভয়েস২৪’কে বলেন, ‘আমার মেয়ে তো শ্বশুর বাড়িতে কোনো সমস্যা হওয়ার কথা কখনো বলেনি। কিন্তু এভাবে আত্মহত্যার কারণ তো বুঝতে পারছি না। আমার মেয়ের হাত এবং পা বাঁধা ছিল।’
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার সিভয়েস২৪’কে বলেন, ‘‘লিজা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। একটা চিরকুট পেয়েছি। সেখানে ‘তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ এমন লেখা। এ ঘটনার পুরো তদন্তের পরই মন্তব্য করবো।’’ – সিভয়েস২৪