ভোলার বাপ্তায় চাঁদা না পেয়ে ও জমিজমা সংক্রান্ত বিরোধের জোর ধরে নতুন বাজারের মুক্তিযোদ্ধা মার্কেটের ব্যবসায়ী, তার ৭৫ বছরের বৃদ্ধ বাবা ও অন্তঃসত্তা স্ত্রী কে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত রাকিবুল ইসলাম সাংবাদিকদের ক্যামেরার সামনে এমন অভিযোগ করেন।
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা ও স্থানীয় সূত্রে আরো জানাগেছে, একই বাড়ির বাসিন্দা সেলিম পাটোয়ারির ছেলে সবুজের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী মিলে এই হামলা চালায় ।
শুক্রবার দুপুর ১২টার দিকে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চেউয়াখালি গ্রামের পাঠানবাড়ি এলাকায় ঘটনা ঘটে।
সুত্রে আরো জানা যায়, পাঠান বাড়ির বাসিন্দা সাবেক সেনা সদস্য আবদুল মালেক (৭৫) গংদের সাথে তার ভাই সেলিম পাটওয়ারি গংদের জমি জমা সংক্রান্ত বিরোধ ছিল।
শুক্রবার দুপুর ১২ টার দিকে আব্দুল মালেক এর ছেলে রাকিব (৩১) বাসায় যাওয়ার সময় রাকিবের চাচা সেলিম পাটোয়ারীর ছেলে শরিফ (৩২) রাকিবের গতিরোধ করে দাড়ায়। রাকিব শরীফ কে গতিরোধ করার কারণ জিজ্ঞাসা করলে শরীফ রাকিবকে অকথ্য ভাষায় গালাগালি করে ও তার কাছথেকে ২লক্ষ টাকা চাঁদা দাবী করে।
রাকিব বিষয়টির প্রতিবাদ করলে শরীফের বড় ভাই সবুজের (৩৮) নেতৃত্বে শরিফ (৩২) বশির (৪৪) সেলিম পাটোয়ারী (৬৫) মিলে রাকিবের উপর দা, রড, লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। রাকিবের মাথায় দা দিয়ে আঘাত করে। রাকিবের আত্বচিৎকারে তার বাবা আব্দুল মালেক (৭৫), অন্তঃসত্ত্বা স্ত্রী আসমা বেগম (২০) এগিয়ে আসলে তাদেরকে এলোপাতাড়ি ভাবে মারধর করে উক্ত সন্ত্রাসীরা।
এসময় হামলাকারিরা রাকিবের কাছে থাকা নগদ অর্থ ও আসমার গলা ও কানে থাকা স্বর্ন অলংকার নিয়ে যায়।
পরে স্থানীয়রা এসে গুরুতর অবস্থায় রাকিব, আবদুল মালেক ও আসমা কে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পেরন করে। বিষয়টি নিয়ে ভোলা সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াদিন রয়েছে ।