চাঁদপুর প্রতিনিধিঃ পূর্বের কমিটি বিলুপ্ত করে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এসএম সেলিম সরকার এবং সদস্য সচিব আবদুল বাতেন মিয়াজীকে রেখে ৩১ সদস্যে আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
২১ মার্চ শুক্রবার দুপুরে জেলা কমিটি কমিটি অনুমোদন দেয়া হয়। যাতে স্বাক্ষর দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ এমরান হোসেন মিয়া ও সাধারণ সম্পাদক অ্যাড. লতিফ শেখ।
এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সার্জেন্ট আবদুল কাদের,গোলাপ খান,ইসহাক গাজী ও মহসিন পাটোয়ারী। এছাড়া অন্য পদের বাকিরা সবাই সম্মানিত সদস্য।
এদিকে নবাগত কমিটিতে দায়িত্ব পেয়ে মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুল বাতেন মিয়াজী বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতীয় পার্টি থাকবে। অনেক চড়াই উৎরাই পেরিয়ে দলটি মানুষের পাশে রয়েছে। কাজেই এমন একটি দলে আমাকে মূল্যায়িত করে নতুন দায়িত্বে কাজ করার সুযোগ দেয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার কাছে দোয়া চাই যাতে অর্পিত দায়িত্ব সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে পালন করতে পারি।