• বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন

মহানগর জাতীয় পার্টির উদ্যোগে নুরুল হুদা জুজু ও মনোয়ারা বক্সের স্মরণসভা অনুষ্ঠিত

সেলিম চৌধুরী, পটিয়া / ৩৫ Time View
Update : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি- জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সংগঠনের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে পতেঙ্গা থানা জাপা’র সাধারণ সম্পাদক নুরুল হুদা জুজু ও কোতোয়ালী থানা জাতীয় মহিলা পার্টির সভানেত্রী মনোয়ারা বক্সের স্মরণসভা চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আবু জাফর মাহমুদ কামালের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জহুর উদ্দিন জহিরের সঞ্চালনায় অদ্য বিকাল ৫ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, খুব দুঃসময়ে দলের নিবেদিত প্রাণ পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শের সৈনিক নুরুল হুদা জুজু ও মনোয়ারা বক্সকে আমরা হারিয়েছি। তাঁদের মৃত্যুতে মহানগর জাতীয় পার্টিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।

তাঁদের আত্মত্যাগ দল চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। এসময় মরহুদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।স্মরণসভায় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, আনিসুল ইসলাম চৌধুরী, কামরুজ্জামান পল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জ্যাকি, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সদস্য সচিব কে.এম আবছার উদ্দিন রনি, যুগ্ম সম্পাদক এস.এম. সাইফুল্লা সাইফু, ফিরোজ কবির লিটন, সাংগঠনিক সম্পাদক জহুর উদ্দিন জহির, এম শফিউল আজম চৌধুরী লিটন, এম. কায়সার হামিদ মুন্না, নগর জাপার দপ্ত রসম্পাদক ছবির আহমদ, প্রচার সম্পাদক কাজী ফজলে হাসান শাহীন, নগর জাপার শ্রম বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ হারুন, নগর মহিলা পার্টির সভানেত্রী সুলতানা রহমান, সহ-সভানেত্রী পারুল আকতার, আলেয়া বেগম, নগর ছাত্র সমাজের সদস্য সচিব আবু হানিফ নোমান, যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান কচি, বায়েজিদ থানা জাতীয় পার্টির সভাপতি মো. সেলিম, পতেঙ্গা থানা জাপার সভাপতি আবদুল হামিদ, আকবর শাহ থানা শ্রমিক পার্টির আহবায়ক মো. হোসেন বাচ্চু, কোতোয়ালী থানা যুব সংহতির যুগ্ম আহ্বায়ক ইকবাল শেঠ, মো. শামীম, ডবলমুরিং থানা যুবসংহতির আহ্বায়ক দিদার উল্লাহ দিদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd