• শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন

মা মাটির টানে ফিরছেন সালাহ উদ্দিন

Reporter Name / ২০০ Time View
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

বাহার উদ্দিন, পেকুয়াঃ বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ দীর্ঘ ৯ বছর পর নির্বাসিত ভারত থেকে দেশে ফিরেছেন গত ১১ আগষ্ট। ওই দিন দিল্লি থেকে এ আই-২২৭ ইয়ার ইন্ডিয়া বিমানে ১১.১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে দুপুর ২ টার দিকে ঢাকায় অবতরণ করেন তিনি।

২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন তিনি। দীর্ঘ ৬৩ দিন পর ২০১৫ সালের ১১ই মে শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করে ভারত সরকার। এ মামলায় আপিলের পর তিনি খালাস পান। তার পর থেকে দেশে ফেরার জন্য বার বার আবেদন জানিয়েও ট্রাভেল পাস পাননি।

গত ৬ আগস্ট ২০২৪ গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের অফিস থেকে ট্রাভেল পাসটি পৌঁছে দেওয়া হয় সালাউদ্দিন আহমেদকে।

এদিকে কক্সবাজার জেলা জুঁড়ে প্রত্যেক উপজেলায় বিএনপির নেতা কর্মীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস দেখা দিয়েছে।

নেতাকর্মীরা জানিয়েছেন, দীর্ঘ ৯ বছর পর তাদের নেতাকে একনজরে দেখার জন্য প্রস্তুত।
সালাহউদ্দিন আহমেদের নিজ এলাকা চকরিয়া-পেকুয়ার নেতাকর্মী এবং সাধারণ মানুষ প্রস্তুতি নিচ্ছে তাকে বরণ করে নিতে।

এদিকে আগামী ২৮ আগষ্ট (বুধবার) ১১.৩০ মিনিটে ইউএস- বাংলায় কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করবেন সালাহ উদ্দিন আহমেদ। এনিয়ে সব ধরণের প্রস্তুতি সেরেছেন জাতীয়তাবাদীদল বিএনপি কক্সবাজার জেলা ও উপজেলা গুলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd