• রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

মীরসরাইয়ে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণ গেল ১ জনের

চট্টগ্রাম প্রতিনিধিঃ / ১৭২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

মীরসরাইয়ে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে বেলায়েত হোসেন (৪৫) নামে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকার খান সিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বেলায়েত হোসেন (৪৫) ফেনী সদর উপজেলার দক্ষিণ মাইজবাড়ি গ্রামের মরহুম হাফেজ আহম্মদের ছেলে। আহতরা হলেন ট্রাকচালক সাগর, চালকের সহকারী মো: ইব্রাহিম। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল অবেদীন তিতাস জানান, বৃহস্পতিবার ভোরে বারইয়ারহাট উত্তর বাজারের ইউটার্ন পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একজন নিহত ও পাঁচজন আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত বেলায়েত হোসেনের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তিনি পথচারি, বারইয়ারহাট এলাকায় কোনো একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবিলত গাড়ি থানা হেফাজতে রয়েছে এবং এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd