রাজনগর প্রতিনিধি- মৌলভীবাজারের রাজনগরে মুন্সিবাজার রক্তদান ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্ধ শতাধিক গরিব-দুঃখী দুস্থ অসহায় পরিবারের মাঝে রমাদ্বানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) মুন্সিবাজারের ইউনিয়নের প্রতিটি গ্রামে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হুমায়ুন রশিদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান (জয়), সহ-সভাপতি রুজেল আহমেদ, সদস্য মাহিন, রুজেল, রুবেল, স্বপন, রাসেল, শামিন, মাছুম, শুয়েব প্রমূখ।
সংগঠনের সভাপতি বলেন, মুন্সিবাজার রক্তদান ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন এই সংগঠন দেশ ও সমাজের কল্যাণে নিয়োজিত। সংগঠনের মূল উদ্যেশ্য ছিলো রক্তদান ও রক্ত সংগ্রহ, কিন্ত ধীরে ধীরে আমরা বন্যা, ইফতার, বিয়েতে সহযোগীতা, ব্লাড ক্যাম্পেইন, বৃক্ষ রোপণসহ নানা কাজে নিয়োজিত থাকি। আমাদের সার্বিক সহযোগিতায় আমাদের প্রবাসী দাতা সদস্যদের ভুমিকা অপরিসীম।