• বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন

মুরাদনগরে এসিল্যান্ডের দিনব্যাপী সাঁড়াশি অভিযান

সাইদুল ইসলাম / ২৮ Time View
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন স্থানে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান এর নির্দেশনায় উপজেলার বাঙ্গরা (পশ্চিম) ইউনিয়ন ও যাত্রাপুর ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন।

অভিযানে বাঙ্গরা (পশ্চিম) ইউনিয়নের কাগাতুয়া মৌজায় বি.এস  ৬৯৯ নং দাগের ১-নং খাস খতিয়ানের ০.০১৫১ একর ভূমিতে মো: ইব্রাহিম কর্তৃক অবৈধভাবে নির্মিত ০১ টি ঘর ও সীমানা প্রাচীর উচ্ছেদ করা হয়। অপরদিকে যাত্রাপুর ইউনিয়নের চয়নিকা ব্রিক ফিল্ডের নিকট হতে নিয়ম বহির্ভূতভাবে মাটি কাটায় ১ টি এক্সক্যাভেটর অপসারণসহ ২ টি ব্যাটারি জব্দ এবং একই ইউনিয়নের ভবানীপুর এবং শোলাপুকুরিয়া এলাকা হতে ২ টি ড্রেজার এবং ড্রেজারের কাজে ব্যবহৃত প্রায় ২ হাজার ফুট পাইপ অপসারণ করা হয় এবং মো: ইমন নামের একজনকে মোবাইল কোর্ট আইন-২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

এসময় অভিযানে প্রয়োজনীয় আইনানুগ সহযোগীতা করেন মুরাদনগর থানা ও বাঙ্গরা বাজার থানা পুলিশ।

সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন বলেন, সরকারি স্বার্থ সংশ্লিষ্ট এবং কৃষি জমি রক্ষার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd